14 C
আবহাওয়া
১০:১২ পূর্বাহ্ণ - জানুয়ারি ২১, ২০২৫
Bnanews24.com
Home » প্রশিক্ষণের মধ্যে দিয়ে পেশাগত দক্ষতার বিকাশ ঘটে

প্রশিক্ষণের মধ্যে দিয়ে পেশাগত দক্ষতার বিকাশ ঘটে


বিএনএ, খাগড়াছড়ি : খাগড়াছড়িতে পুলিশ সদস্যদের পেশাগত দক্ষতা বৃদ্ধির লক্ষ্যে শুরু হয়েছে দুই দিনব্যাপি জনশৃঙ্খলা ব্যবস্থাপনা (Public Order Management) প্রশিক্ষণ কর্মসূচি। সোমবার (৬ ফেব্রুয়ারি) খাগড়াছড়ির কনস্টেবল থেকে এসআই (সঃ/নিঃ) পদমর্যাদার পুলিশ সদস্যদের নিয়ে প্রশিক্ষণ কর্মসূচির ১ম ব্যাচের উদ্বোধনী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন খাগড়াছড়ি জেলার পুলিশ সুপার মো. নাইমুল হক পিপিএম। তিনি প্রশিক্ষণরত পুলিশ সদস্যদের উদ্দেশ্য বলেন, আইজিপি মহোদয়ের নির্দেশক্রমে পুলিশ সদস্যদের কর্ম দক্ষতা বৃদ্ধির লক্ষ্যে এ প্রশিক্ষণ কর্মসূচি কার্যক্রম অব্যাহত থাকবে। প্রশিক্ষণের মধ্যে দিয়ে পেশাগত দক্ষতা, যোগ্যতা, অভিজ্ঞতা ও সামর্থ্য বিকাশ ঘটে এবং পুলিশ বাহিনীর সদস্যদের মধ্যে অর্পিত দায়িত্বের প্রতি পেশাদারিত্ব ও দক্ষতা বৃদ্ধি পাবে।

এসময় অতিরিক্ত পুলিশ সুপার সদর সার্কেল জিনিয়া চাকমা ‘সহ খাগড়াছড়ি জেলা পুলিশের উধ্বর্তন কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন।

বিএনএ/আনোয়ার, এমএফ

Loading


শিরোনাম বিএনএ