24 C
আবহাওয়া
৬:২১ অপরাহ্ণ - জানুয়ারি ১৯, ২০২৫
Bnanews24.com
Home » বাংলা সিনেমা প্রসারে শিক্ষার্থীদের কাজ করার আহ্বান

বাংলা সিনেমা প্রসারে শিক্ষার্থীদের কাজ করার আহ্বান


বিএনএ,জবি: বাংলা সিনেমার প্রসারে বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীদের কাজ করার আহ্বান জানিয়েছেন জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের (জবি) কোষাধ্যক্ষ অধ্যাপক ড. কামালউদ্দীন আহমদ। সোমবার(৬ ফেব্রুয়ারি) জগন্নাথ বিশ্ববিদ্যালয় চলচ্চিত্র সংসদের আয়োজনে শিক্ষার্থীদের নির্মিত চলচ্চিত্র প্রদর্শনী উৎসব অনুষ্ঠানের প্রধান অতিথির বক্তব্যে তিনি এই আহ্বান জানান।

এসময় তিনি বলেন,বিশ্ববিদ্যালয় হলো মুক্তি বুদ্ধির চর্চার যায়গা।সিনেমার মাধ্যমে গণ মানুষের কথা যায়।বাংলা সিনেমার সোনালি অতীত ফিরিয়ে আনতে বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীদের কাজ করে যেতে হবে।বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন অনুষ্ঠানে শিক্ষার্থীদের নির্মিত ছবি দেখাতে হবে।

জগন্নাথ বিশ্ববিদ্যালয় চলচ্চিত্র সংসদের সভাপতি মো. আরাফাত ইসলাম আমানের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন প্রক্টর অধ্যাপক ড. মোস্তফা কামাল। এছাড়াও শুভেচ্ছা বক্তব্য প্রদান করেন জগন্নাথ বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রলীগের সভাপতি মো. ইব্রাহিম ফরাজী, সাধারণ সম্পাদক মো. আকতার হোসাইন। অনুষ্ঠানটির সঞ্চালনা করেন সংগঠনের সাধারণ সম্পাদক নিলয় দেব।

উল্লেখ্য, উক্ত অনুষ্ঠানে ঢাকা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসব ২০২৩ এ প্রদর্শিত এবং পুরষ্কারপ্রাপ্ত জগন্নাথ বিশ্ববিদ্যালয় সাধারণ শিক্ষার্থীদের নির্মিত ১১টি চলচ্চিত্র নিয়ে জগন্নাথ বিশ্ববিদ্যালয় চলচ্চিত্র সংসদের এক বিশেষ প্রদর্শনী “৩৫ মিলিমিটার” প্রদর্শিত হয়। এসময় বিশ্ববিদ্যালয়ের শিক্ষক ও শিক্ষার্থীবৃন্দ শর্ট ফিল্মগুলো প্রদর্শন করেন।

বিএনএনিউজ/এসবি, এমএফ

Loading


শিরোনাম বিএনএ