24 C
আবহাওয়া
১১:২৯ অপরাহ্ণ - নভেম্বর ২২, ২০২৪
Bnanews24.com
Home » ‘আফগানিস্তানে ২৫ জনকে হত্যা করেছিলেন প্রিন্স হ্যারি’

‘আফগানিস্তানে ২৫ জনকে হত্যা করেছিলেন প্রিন্স হ্যারি’

spare-prince harry

যুক্তরাজ্যের বর্তমান রাজার পুত্র প্রিন্স হ্যারি প্রকাশিতব্য গ্রন্থ ‘স্পেয়ার’-এ লিখেছেন যে আফগানিস্তানে অ্যাপাচি হেলিকপ্টারের পাইলট হিসেবে দায়িত্ব পালনের সময় তিনি ২৫ জনকে হত্যা করেন।

এ তথ্য প্রকাশ করেছে ডেইলি টেলিগ্রাফ।  ৩৮ বছর বয়স্ক প্রিন্স হ্যারি ১০ বছর ব্রিটিশ সেনাবাহিনীতে চাকরি করেন।  তিনি ক্যাপ্টেন মর্যাদায় উন্নীত হয়েছিলেন।

প্রিন্স হ্যারি তালেবানের বিরুদ্ধে দু’দফায় দায়িত্ব পালন করেছিলেন। ২০০৭-২০০৮ সময়কালে বিমান হামলার নির্দেশদানকারী এয়ার-কন্ট্রোলার হিসেবে এবং ২০১২-২০১৩ সময়কালে অ্যাটাক হেলিকপ্টারের পাইলট হিসেবে কাজ করেন তিনি।

বইতে তিনি উল্লেখ করেন, তিনি পাইলট হিসেবে ছয়টি মিশনে অংশ গ্রহণ করে ‘মানুষের জীবন’ নিয়েছিলেন।

সেনাবাহিনীর সাবেক ক্যাপ্টেন হ্যারি বলেন, তিনি এ কাজের জন্য গর্বিতও নন, লজ্জিতও নন। বরং তিনি টার্গেটগুলোকে নির্মূল করাকে দাবার বোর্ড থেকে ‘দাবার ঘুঁটি’ সরানোর কাজ হিসেবে বিবেচনা করেন।

বিএনএনিউজ২৪,জিএন

Loading


শিরোনাম বিএনএ