বিএনএ ডেস্ক: রাজধানী ঢাকাসহ দেশের বিভিন্ন স্থানে ৫.২ মাত্রার শক্তিশালী ভূমিকম্প অনুভূত হয়েছে। মার্কিন ভূতাত্ত্বিক জরিপের (ইউএসজিএস) ওয়েবসাইট থেকে এ তথ্য পাওয়া গেছে।
ইউএসজিএস জানিয়েছে, বাংলাদেশ সময় সকাল ৯টা ২ মিনিট ৫৩ সেকেন্ডের সময় এই কম্পন অনুভূত হয়। এটির উৎপত্তিস্থল ছিল ১৯ দশমিক ১১৪ ডিগ্রি উত্তরে ও ৮৯ দশমিক ৮৪৪ ডিগ্রি পূর্বে বঙ্গোপসাগরের ১০ কিলোমিটার গভীরে।
এদিকে ৫.২ মাত্রার শক্তিশালী কম্পন অনুভূত হওয়ার ঘটনায় এখন পর্যন্ত ক্ষয়ক্ষতির কোনো খবর পাওয়া যায়নি।
বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তর কোন সুনামির সতর্কতা জারি করে নি। তবে ভূমিকম্পের বিষয়টি নিশ্চিত কেরেছে।
বিএনএনিউজ২৪/এমএইচ