বিএনএ, ঢাকাঃ নতুন জঙ্গি সংগঠন ‘জামাতুল আনসার ফিল হিন্দাল শারক্বীয়ার’ পাঁচ সদস্যকে গ্রেপ্তার করেছে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব)। রোববার(৪ ডিসেম্বর) রাতে নারায়ণগঞ্জের সোনারগাঁ ও রাজধানীর গুলিস্তান থেকে তাদের গ্রেপ্তার করা হয়।
র্যাবের আইন ও গণমাধ্যম শাখার সিনিয়র সহকারী পরিচালক ইমরান আহমেদ বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি বলেন, সম্প্রতি আত্মপ্রকাশ করা ‘জামাতুল আনসার ফিল হিন্দাল শারক্বীয়া’ দেশব্যাপী বিস্তার লাভ করেছে। গ্রেপ্তার হওয়া জঙ্গিদের কঠোর নিরাপত্তায় রাখা হয়েছে। প্রাথমিকভাবে গ্রেপ্তার হওয়া এই ৫ জঙ্গির নাম-পরিচয় জানা যায়নি।
র্যাবের এই কর্মকর্তা আরও বলেন, তাদের গ্রেপ্তার করা হয়েছে নারায়ণগঞ্জের সোনারগাঁও ও রাজধানীর গুলিস্তানে পৃথক অভিযান চালিয়ে। এ ব্যাপারে সোমবার (৫ ডিসেম্বর) সকালে রাজধানীর কারওয়ান বাজারে র্যাবের মিডিয়া সেন্টারে সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়েছে। সেসময়ই বিস্তারিত জানানো হবে।
বিএনএ/এমএফ