বিএনএ ডেস্ক: টি-টোয়েন্টি বিশ্বকাপে সুপার টুয়েলভে নিজেদের শেষ ম্যাচে ইংল্যান্ডকে ১৪২ রান টার্গেট দিয়েছে শ্রীলঙ্কা। নির্ধারিত ২০ ওভারে ৭ উইকেটে ১৪১ রান তুলতে সক্ষম হয় লঙ্কানরা।
শনিবার (৫ নভেম্বর) সিডনিতে টস জিতে আগে ব্যাটিং করার সিদ্ধান্ত নেন লঙ্কান অধিনায়ক দাসুন শানাকা। উদ্বোধনী জুটিতে দারুণ শুরু করেন পথুম নিসাঙ্কা ও কুসল মেন্ডিস। দলীয় ৩৯ রানের মাথায় প্রথম উইকেট পড়ে শ্রীলঙ্কার। ১৪ বলে ১৮ রান করে ফিরে যান কুসল মেন্ডিস। দ্বিতীয় উইকেট দলে দলীয় ৭২ রানের মাথায়। ১১ বলে ৯ রানে ফিরে যান ধনঞ্জয়া ডি সিলভা। এছাড়া ৪৫ বলে ৬৭ করেন পাথুম নাশাকা ও ২২ বলে ২২ রান করেন ভানুকা রাজাপাকসে। এছাড়া লঙ্কাদের আর কোন ব্যাটার দুই অংকের ঘরে পৌঁছাতে পারেন নি।
ইংল্যান্ডের পক্ষে মার্ক উড ৩ টি ও ১টি করে উইকেট শিকার করেন, বেন স্টোকস, স্যাম কুরান, ক্রিস ওকস, আদিল রশিদ।
শ্রীলঙ্কা একাদশ: পথুম নিসাঙ্কা, কুসল মেন্ডিস, ধনঞ্জয়া ডি সিলভা, চারিথ আসালাঙ্কা, ভানুকা রাজাপাকসে, দাসুন শানাকা-অধিনায়ক, ওয়ানিন্দু হাসারাঙ্গা ডি সিলভা, চমিকা করুনারত্নে, মহেশ থেকশান, কাসুন রাজিথা, লাহিরু কুমার।
ইংল্যান্ড একাদশ: জস বাটলার-অধিনায়ক, অ্যালেক্স হেলস, মঈন আলী, লিয়াম লিভিংস্টোন, হ্যারি ব্রুক, বেন স্টোকস, ডেভিড মালান, স্যাম কুরান, ক্রিস ওকস, মার্ক উড, আদিল রশিদ।
বিএনএ/এ আর