15 C
আবহাওয়া
১০:৪৬ পূর্বাহ্ণ - জানুয়ারি ২৭, ২০২৫
Bnanews24.com
Home » বরিশালে বিএনপির সমাবেশ নেতাকর্মীদের সরব উপস্থিতি

বরিশালে বিএনপির সমাবেশ নেতাকর্মীদের সরব উপস্থিতি

বরিশালে বিএনপির গণ সমাবেশ নেতাকর্মীদের সরব উপস্থিতি

বিএনএ ডেস্ক: বরিশালে বিএনপির বিভাগীয় গণসমাবেশ তিন ঘণ্টা আগেই শুরু হয়েছে। সমাবেশে নেতাকর্মীদের সরব উপস্থিতি।

শনিবার (০৫ নভেম্বর) বেলা ১১টায় সমাবেশের কার্যক্রম শুরু হয়। বিএনপির স্থায়ী কমিটির সদস্য ও গণসমাবেশ বাস্তবায়ন উপ-কমিটির মিডিয়া উপ-কমিটির সদস্য সচিব আবু নাসের মো. রহমাতুল্লাহ জানান, সব বাধা উপক্ষো করে জেলা-উপজেলার নেতাকর্মীরা ইতোমধ্যে বেলস পার্কে হাজির হয়েছেন।

এর আগেও ময়মনসিংহ, চট্টগ্রাম, খুলনা ও রংপুরের বিভাগীয় সমাবেশে একইভাবে সব পরিবহন বন্ধ করে দিয়ে সমাবেশ ব্যর্থ করতে চেয়েছিল। কিন্তু তাতে সফল হয়নি। বরিশালেও জনজোয়ার অব্যাহত রয়েছে।  

এদিকে স্লোগানে মুখর বরিশালের বঙ্গবন্ধু উদ্যান (বেলস পার্ক)। এই সমাবেশ সফল করতে ক্রমশই বাড়ছে নেতাকর্মীদের ভিড়। মঞ্চে উঠেছেন জেলা বিএনপিসহ বিভিন্ন ইউনিটের নেতাকর্মীরা।

বিএনএ/এ আর

Loading


শিরোনাম বিএনএ