18 C
আবহাওয়া
২:৪০ পূর্বাহ্ণ - জানুয়ারি ২৫, ২০২৫
Bnanews24.com
Home » কেরানীগঞ্জে হোটেলে গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে নিহত ৩

কেরানীগঞ্জে হোটেলে গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে নিহত ৩


বিএনএ, ঢাকা : ঢাকার কেরানীগঞ্জের রোহিতপুর ইউনিয়নের রোহিতপুর বোডিং মার্কেটে একটি হোটেলের গ্যাস সিলেন্ডার বিস্ফোরণে ৩ জন নিহত ও ১০ জন আহত হয়েছে। শনিবার (০৫ অক্টোবর) সন্ধ্যা সাড়ে ৭টায় এ বিস্ফোরণের ঘটনা ঘটে।

স্থানীয় সূত্রে জানা যায়, সন্ধ্যা সাড়ে ৭টার দিকে রোহিতপুর বোর্ডিং মার্কেটের মায়ের বিরিয়ানির পাশের একটি দোকানের সামনে রাখা সিলিন্ডারের সঙ্গে নবাবগঞ্জগামী একটি কাভার্ড ভ্যানের ধাক্কায় সিলিন্ডার বিস্ফোরণ হয়। এরপর মুহূর্তেই সেখানে আগুন ধরে যায়। এ সময় হোটেল কর্মচারী মারাত্মকভাবে আহত হন। বিস্ফোরণ হওয়ার পরে লোকজন এদিক-সেদিক ছোটাছুটি করতে থাকেন। স্থানীয়রা আহতদের উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে নিয়ে যায়।

কেরাণীগঞ্জ উপজেলা ফায়ার স্টেশন মাস্টার মো. কাজল মিয়া বলেন, রোহিতপুর বোর্ডিং মার্কেট এলাকার হোটেলের আগুনে এখন পর্যন্ত চারজনের মরদেহ উদ্ধার করা হয়েছে। পাশে থাকা আরো কয়েকটি দোকানে আগুন ছড়িয়ে পড়েছে। আমরা আগুন নিয়ন্ত্রণে কাজ করছি।

বিএনএনিউজ/এইচ.এম।

Loading


শিরোনাম বিএনএ