19 C
আবহাওয়া
৫:১৭ পূর্বাহ্ণ - ডিসেম্বর ৪, ২০২৪
Bnanews24.com
Home » হেফাজতে ইসলামের রুহুল আমিন সভাপতি ও হোসাইন আহমদ সেক্রেটারী

হেফাজতে ইসলামের রুহুল আমিন সভাপতি ও হোসাইন আহমদ সেক্রেটারী

হেফাজতে ইসলামের রুহুল আমিন সভাপতি ও হোসাইন আহমদ সেক্রেটারী

বিএনএ, ফেনী: ফেনীর ছাগলনাইয়া উপজেলা হেফাজতে ইসলাম বাংলাদেশের কমিটি গঠন উপলক্ষে এক প্রতিনিধি সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (৪ অক্টোবর) রাতে ছাগলনাইয়া আজিজিয়া মাদ্রাসা জামে মসজিদে এ প্রতিনিধি সম্মেলনের আয়োজন করা হয়।

সম্মেলনে ছাগলনাইয়া আজিজিয়া মাদ্রাসার মুহতামিম মাওলানা রুহুল আমিনকে সভাপতি, মাওলানা আনোয়ার উল্লাহ ভূঁইয়াকে সিনিয়র সহ-সভাপতি, মাওলানা হোসাইন আহমদকে সেক্রেটারী ও মাওলানা মুফতি অলি উল্লাহকে সাংগঠনিক সম্পাদক করে ১৫১সদস্য বিশিষ্ট কমিটি ঘোষণা করা হয়।

কমিটি ঘোষণা করেন হেফাজতে ইসলাম বাংলাদেশ ফেনী জেলা শাখার সাধারণ সম্পাদক মাওলানা ওমর ফারুক।

সম্মেলনে উপস্থিত ছিলেন ফেনী জেলা কমিটির সভাপতি মাওলানা আফজালুর রহমান, সহ সভাপতি মাওলানা আনোয়ার উল্লাহ ভূঁইয়া, সাংগঠনিক সম্পাদক মাওলানা জালালুদ্দিন ফারুক, অর্থ সম্পাদক মুফতি ইমরান, ফেনী সদর থানা কমিটির সহ সভাপতি মাওলানা আলাউদ্দিন নূরী, দপ্তর সম্পাদক মাওলানা মুহিব্বুল্লাহ প্রমুখ।

সম্মেলনে আগামী ২৫ অক্টোবর শানে রেসালত সম্মেলনের পূর্বে ছাগলনাইয়া থানার সকল ইউনিয়ন ও ওয়ার্ড কমিটি গঠন করার সিদ্ধান্ত গৃহীত হয়।

বিএনএনিউজ/ নিজাম/ বিএম

Loading


শিরোনাম বিএনএ
দ.কোরিয়ায় সামরিক আইন জারি, আবার প্রত্যাহার, লংকাকান্ড সাভারে পাঁচ শতাধিক অবৈধ গ্যাস সংযোগ বিচ্ছিন্ন, জরিমানা ইফার দুর্নীতির শ্বেতপত্র প্রকাশের সিদ্ধান্ত আ’লীগ আমলে রাজনৈতিক হয়রানিমূলক মামলার তালিকা চেয়ে আইন মন্ত্রণালয়ের চিঠি ‘স্মার্ট কেস ম্যানেজমেন্ট সিস্টেম’ বিষয়ক কর্মশালা শুরু নতুন উপকূলীয় গ্যাস অনুসন্ধানেও বিনিয়োগ করবে শেভরন ২০৫০ সালের মধ্যে বাংলাদেশের এক-তৃতীয়াংশ ভূমি হারিয়ে যেতে পারে প্রতিবন্ধীদের সমাজের মূল ধারায় সম্পৃক্ত করতে কাজ করছে সরকার আইএলও কনভেনশন বাস্তবায়নে বাংলাদেশের পরিষ্কার রোডম্যাপ আছে--বাণিজ্য উপদেষ্টা সেন্টমার্টিনকে বর্জ্য মুক্ত করতে সরকারি-বেসরকারি সমন্বিত উদ্যোগ