30 C
আবহাওয়া
১:০৩ অপরাহ্ণ - আগস্ট ৭, ২০২৫
Bnanews24.com
Home » বাংলাদেশের কাছে ২-১ গোলে হারলো সিঙ্গাপুর

বাংলাদেশের কাছে ২-১ গোলে হারলো সিঙ্গাপুর

বাংলাদেশের কাছে ২-১ গোলে হারলো সিঙ্গাপুর

বিএনএ ডেস্ক: এএফসি অনূর্ধ্ব-১৭ ফুটবলের বাছাইপর্বের খেলায় সিঙ্গাপুরকে ২-১ গোলে হারায় স্বাগতিক বাংলাদেশ দল।

বুধবার (৫ অক্টোবর) সন্ধ্যা ৭টায় কমলাপুরের বীরশ্রেষ্ঠ শহিদ সিপাহী মোহাম্মদ মোস্তফা কামাল স্টেডিয়ামে খেলাটি শুরু হয়। বাংলাদেশের পক্ষে, সিংগাপুরের ব্রায়ডেন ১০ মিনিটে প্রথম, আইজ্যাক ৯৭ মিনিটে দ্বিতীয় আত্মঘাতী গোল করেন। সিংগাপুর এর পক্ষে, সাইজওয়ান ২৮ মিনিটে একমাত্র গোল করেন।

দর্শকদের ভালবাসায় সিক্ত বাংলাদেশের যুবারা
দর্শকদের ভালবাসায় সিক্ত বাংলাদেশের যুবারা

খেলার শুরু থেকেই আধিপত্য বিস্তার করে খেলে বাংলাদেশের তরুণরা। নির্ধারিত সময়ের খেলা শেষে বাংলাদেশ ২-১ গোলের জয় নিশ্চিত করে মাঠ ছাড়ে।

গ্রুপ ‘ই’-তে বাংলাদেশের সঙ্গে আছে ইয়েমেন, সিঙ্গাপুর ও ভুটান। শুক্রবার একই ভেন্যুতে একই সময়ে ভুটানের মুখোমুখি হবে বাংলাদেশ।

৯ অক্টোবর গ্রুপপর্বে নিজেদের শেষ ম্যাচে বাংলাদেশের প্রতিপক্ষ ইয়েমেন। ভেন্যু এবং সময় একই থাকবে।

বিএনএ/এ আর

Loading


শিরোনাম বিএনএ