27 C
আবহাওয়া
৫:০৫ অপরাহ্ণ - নভেম্বর ২৪, ২০২৪
Bnanews24.com
Home » মিরপুর থেকে নিখোঁজ ৫ শিশুকে উদ্ধার করেছে পুলিশ

মিরপুর থেকে নিখোঁজ ৫ শিশুকে উদ্ধার করেছে পুলিশ

মিরপুর থেকে নিখোঁজ ৫ শিশুকে উদ্ধার করেছে পুলিশ

বিএনএ ঢাকা: রাজধানীর মিরপুর থেকে নিখোঁজ হওয়া ৫ কিশোরীকে উদ্ধার করেছে পুলিশ। সোমবার (৫ অক্টোবর)  ভোরে নেত্রকোণা থেকে গোয়েন্দা পুলিশ ( ডিবি ) ২ জনকে আর ঢাকার সদরঘাট থেকে ২ জনকে উদ্ধার করে মিরপুর থানা পুলিশ। এছাড়াও উত্তরখান থেকে আরেক শিশুকে উদ্ধার করেছে রূপনগর থানা পুলিশ।

ডিবি যে দুই শিশুকে উদ্ধার করেছে, তাদের রাজধানীর মিন্টো রোডের ডিবি কার্যালয়ে আছে। আর মিরপুর ও রূপনগর পুলিশ যে তিন শিশুকে উদ্ধার করেছে, তাদের সংশ্লিষ্ট থানায় রাখা হয়েছে।

সোমবার (৫ অক্টোবর) দুপুরে সংবাদ মাধ্যমকে বিষয়টি নিশ্চিত করেছেন পুলিশের মিরপুর বিভাগের উপ-কমিশনার আ স ম মাহতাব উদ্দিন।

তিনি জানান, উদ্ধার হওয়া শিশুদেরকে অভিভাবকদের কাছে হস্তান্তর করা হবে। এ ঘটনায় আইনি প্রক্রিয়া চলছে বলে জানান আ স ম মাহতাব উদ্দিন।

গত ২৯ সেপ্টেম্বর মিরপুরের আনসার ক্যাম্প এলাকা থেকে নিখোঁজ হয়েছিল দুই শিশু। এর মধ্যে মা-বাবার সঙ্গে থাকত ১৩ বছর বয়সী জামিয়া জাহান। কলম কেনার কথা বলে বাসা থেকে বের হয় সে। এরপর থেকেই নিখোঁজ ছিল।

সেইসঙ্গে নিখোঁজ হয় প্রতিবেশি ১৩ বছরের আরেক শিশু জাকিয়া। সেদিন বাসা থেকে বের হবার পর দুই শিশু মিরপুরে পরিচিত দুইজনের সঙ্গে দেখা করে। সে রাতে কয়েকবার মোবাইল ফোন চালু করলেও বৃহস্পতিবার ভোর থেকে সেগুলো বন্ধ পাওয়া যাচ্ছে। এ ঘটনায় মিরপুর মডেল থানায় সাধারণ ডায়েরি করেছিল নিখোঁজ হওয়া শিশুদের পরিবারের সদস্যরা।

আর গত শুক্রবার বিকেলে মিরপুরের জনতা হাউজিং এলাকা থেকে ১৩ ও ১৪ বছর বয়সী দুই শিশু নিখোঁজ হয়েছিল।

এছাড়া, গত বৃহস্পতিবার রাজধানীর পল্লবীর বাসা থেকে বেরিয়ে যান তিন কলেজছাত্রী। তারা নগদ টাকা, স্বর্ণালংকার ও মুঠোফোন নিয়ে গেছে বলে জানায় পরিবার। এ ঘটনায় চারজনকে গ্রেফতার করা হয়েছে। কিন্তু বাসা থেকে বের হওয়া তিন ছাত্রীকে এখনো খুঁজে পাওয়া যায়নি। তারা দেশের বাইরে গেছে-এমন তথ্য না থাকলেও খুব দ্রুত তাদের উদ্ধার করা হবে বলে আশা প্রকাশ করেছে পুলিশ।

বিএনএনিউজ/আরকেসি

 

Loading


শিরোনাম বিএনএ