24 C
আবহাওয়া
১:২১ অপরাহ্ণ - ডিসেম্বর ২৫, ২০২৪
Bnanews24.com
Home » যুগ্মসচিব হলেন ২২১ কর্মকর্তা

যুগ্মসচিব হলেন ২২১ কর্মকর্তা

জনপ্রশাসন মন্ত্রণালয়

বিএনএ, ঢাকা : প্রশাসনে নতুন করে আরও ২২১ কর্মকর্তাকে যুগ্মসচিব পদে পদোন্নতি দিয়েছে সরকার। সোমবার (৪ সেপ্টম্বর) রাত পৌনে ১১ টায় তাদেরকে পদোন্নতি দিয়ে প্রজ্ঞাপন জারি করেছে জনপ্রশাসন মন্ত্রণালয়।

২২১ জনের মধ্যে ৬ জন কর্মকর্তা বিশ্বের বিভিন্ন দেশে বাংলাদেশের দূতাবাস ও হাইকমিশনে কর্মরত।

পদোন্নতির তালিকায় নিয়মিত ব্যাচ হিসেবে ২২তম বিসিএসের কর্মকর্তাদের বিবেচনায় নেওয়া হয়েছে। এছাড়া অতীতে বিভিন্ন সময় পদোন্নতিবঞ্চিতদের মধ্য থেকেও পদোন্নতি দেওয়া হয়েছে।

পদোন্নতিপ্রাপ্ত কর্মকর্তাদের জনপ্রশাসন মন্ত্রণালয়ের বিশেষ ভারপ্রাপ্ত কর্মকর্তা হিসেবে নিয়োগ করা হয়েছে। তাদেরকে জনপ্রশাসনের ইমেইলে যোগদানপত্র পাঠাতে বলা হয়েছে।

জানা গেছে, পদোন্নতির জন্য ২২তম ব্যাচের ২৪৫ জন, ইকোনমিক ক্যাডার থেকে একীভূত হওয়া ৩৯ জন, আগে বঞ্চিত ১০০ কর্মকর্তাসহ পদোন্নতিযোগ্য কমপক্ষে ৪৫০ কর্মকর্তাকে বিবেচনায় নেওয়া হয়েছিল।

সর্বশেষ গত বছরের নভেম্বরে ১৭৫ জন উপসচিবকে পদোন্নতি দিয়ে যুগ্ম সচিব করা হয়েছিল। প্রশাসনে যুগ্ম সচিবের পদ ৫০২টি। এই পদে এখন কর্মরত ৭২৫ জন। নতুন পদোন্নতির পর যুগ্ম সচিবের সংখ্যা দাঁড়াল ৯৪৬–এ।

 

বিএনএনিউজ/এইচ.এম।

Loading


শিরোনাম বিএনএ