23 C
আবহাওয়া
৮:৫৮ পূর্বাহ্ণ - মে ৮, ২০২৪
Bnanews24.com
Home » রংপুরে দুই বাসের সংঘর্ষে নিহত বেড়ে ৯

রংপুরে দুই বাসের সংঘর্ষে নিহত বেড়ে ৯

রংপুরে দুই বাসের সংঘর্ষ

বিএনএ রংপুর: রংপুরের তারাগঞ্জে দুটি বাসের মুখোমুখি সংঘর্ষের ঘটনায় আরও চারজনের মৃত্যু হয়েছে। এ নিয়ে মধ্যরাতের ওই দুর্ঘটনার নিহতের সংখ্যা বেড়ে নয়জনে দাঁড়িয়েছে। ভয়াবহ ওই দুর্ঘটনায় ৫০ জনের মতো আহত হয়েছেন। তাদের রংপুর মেডিকেল কলেজ হাসপাতালসহ বিভিন্ন স্থানে ভর্তি করা হয়েছে।

সোমবার (৫ সেপ্টেম্বর) দিবাগত রাত সাড়ে ১২টার দিকে রংপুর-দিনাজপুর মহাসড়কে তারাগঞ্জের খারুভাজ সেতুর কাছে এ দুর্ঘটনা ঘটে।

নিহতদের মধ্যে পাঁচজনের পরিচয় পাওয়া গেছে। তারা হলেন নীলফামারীর সৈয়দপুরের কামারপুর ইউনিয়ন ছাত্রলীগের সাধারণ সম্পাদক অলিউল ইসলাম জুয়েল, জোয়ানা পরিবহনের চালকের সহকারী নয়ন আলী, রংপুরের তারাগঞ্জের কছিম উদ্দিনের ছেলে আনিসুর রহমান, মকবুল হোসেনের ছেলে মহসিন আলম সাগর এবং মজিবর রহমানের ছেলে আনোয়ার হোসেন।

জানা যায়, রাতে মহাসড়কের শলেয়াশাহ খারুভাজ সেতুর কাছে যাত্রীবাহী জোয়ানা পরিবহনের সঙ্গে বিপরীত দিক থেকে আসা ইসলাম পরিবহনের একটি বাসের মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই পাঁচজন এবং হাসপাতালে নেওয়ার পরেই দুইজনের মৃত্যু হয়। পরে হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় আরও দুইজনের মৃত্যু হয়।

দুর্ঘটনার বিষয়টি নিশ্চিত করেছেন তারাগঞ্জ হাইওয়ে থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহবুব মোর্শেদ।

আহতদের মধ্যে কয়েকজনের অবস্থা আশঙ্কাজনক। মৃতের সংখ্যা আরও বাড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে।

বাসের কয়েকজন যাত্রী জানায়, বৃষ্টির কারণে রাস্তা পিচ্ছিল হওয়ায় চালকরা গাড়ির নিয়ন্ত্রণে ধরে রাখতে পারেনি। যার কারণে মর্মান্তিক এই দুর্ঘটনাটি ঘটেছে।

বিএনএনিউজ২৪/ এমএইচ

Loading


শিরোনাম বিএনএ