17 C
আবহাওয়া
১১:০৬ পূর্বাহ্ণ - জানুয়ারি ১৮, ২০২৫
Bnanews24.com
Home » অন্তবর্তীকালীন সরকারে কারা থাক‌ছেন ?

অন্তবর্তীকালীন সরকারে কারা থাক‌ছেন ?


ঢাকা :  অন্তর্বর্তীকালীন সরকার গঠ‌নের ঘোষণা দি‌য়ে‌ছেন সেনাবাহিনীর প্রধান জেনারেল ওয়াকার-উজ-জামান।

সোমবার (৫ আগস্ট) সেনাবাহিনীর প্রধান বলেন, এখন রাজনৈতিক ক্রান্তিকাল চলছে। একটি অন্তবর্তী সরকার গঠন করা হবে। সব হত্যার বিচার হবে। সেনাবাহিনীর ওপর আস্থা রাখেন। আমরা রাজনৈতিক দলের নেতাদের সঙ্গে বৈঠক করেছি।

 

সেনাবাহিনীর প্রধান জেনারেল ওয়াকার-উজ-জামান বলেন, আমরা বঙ্গবভনে যাব। সেখানে অন্তবর্তী সরকার গঠনের ব্যাপারে বিস্তারিত আলোচনা হবে। তিনি ছাত্রদের শান্ত হওয়ার পরামর্শ দেন।

 

এর আগে, বিভিন্ন রাজনৈতিক দলের নেতা ও বিশিষ্ট ব্যক্তিদের সঙ্গে বৈঠক করছেন ওয়াকার-উজ-জামান।

যেখানে, বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান, জাতীয় পার্টির সিনিয়র কো চেয়ারম্যান আনিসুল ইসলাম মাহমুদ ও দলটির মহাসচিব মুজিবুল হক চুন্নু ,  ঢাকা বিশ্ববিদ্যালয়ের আইন বিভাগের অধ্যাপক আসিফ নজরুলসহ আরও বেশ কয়েকজন নেতা ছিলেন।

 সেনাবা‌হিনীর তত্ত্বাবধা‌নে গ‌ঠিত সম্ভাব্য সরকা‌রের বি‌ভিন্ন দা‌য়ি‌ত্বে যারা থাক‌তে পা‌রেন তারা হ‌লেন,

ড, সে‌লিমুল্লাহ খান

ড, আ‌সিফ নজরুল

বিচারপ‌তি অব,আবদুল ওয়াহাব মিয়া

জেনা‌রেল অব, ইকবাল ক‌িরিম ভূইয়া

মেজর জেনা‌রেল অব, সৈয়দ ইফ‌তেখার উ‌দ্দিন

ড, দেব‌প্রিয় ভট্টাচার্য

ম‌তিউর রহমান চৌধুরী

ব্রিগে‌ডিয়ার জেনা‌রেল অব, এম সাখায়াত হো‌সেন
ব্রিগে‌ডিয়ার অব, হাসান

ড,হো‌সেন জিল্লুর রহমান
বিচারপ‌তি অব, এমএ ম‌তিন
ব্যারিস্টার সারা হো‌সেন।

ড. সালেহ উ‌দ্দিন আহ‌মেদ, সা‌বেক গভর্ণর বাংলা‌দেশ ব্যাংক

লে.জেনারেল (অব.) জাহাঙ্গীর আলম

ড. মানজুর আহ‌মেদ চৌধুরী

প্রফেসর একরামুল হক

ড. মাহফুজুল হক

ড. তৌ‌হিদ হোসাইন

নুরুল হুদা, সা‌বেক আই‌জি‌পি

লে. জে. (অব) মো.মাঈনুল ইসলাম

নুরুল ক‌বির ,সম্পাদক, নিউ এইজ

ফৌজুল ক‌বির খান, সা‌বেক স‌চিব

মেজর জেনা‌রেল (অব) গোলাম হেলাল মো‌র্শেদ খান

প্রফেসর নিয়াজ আহ‌মেদ খান, প্রো‌-ভি‌সি আইইউবি

ব‌দিউল আলম মজুমদার,

ড, শাহ‌দিন মা‌লিক

ড, আহসান এইচ মানসুর

প্রফেসর আনন্দ কুমার সাহা

কুইন ইয়ান ইয়ান , চাকমা সা‌র্কেল।

বিএনএ,  ওয়াই এইচ, এসজিএন/ হাসনা

Loading


শিরোনাম বিএনএ