বিএনএ,চট্টগ্রাম : চট্টগ্রামে ৬ জন জুয়াড়িকে গ্রেপ্তার করেছে পুলিশ। বুধবার ( ৪ আগস্ট)বায়েজিদ বোস্তামী থানাধীন আতুরার ডিপো মেইন গেইট এলাকা থেকে তাদের গ্রেপ্তার করা হয়। এসময় তাদের কাছ থেকে নগদ ৯৯ হাজার ৫০ টাকা ও ২ প্যাকেট তাস জব্দ করা হয়েছে।
গ্রেপ্তারকৃতরা হলেন- মো. কামরুজ্জামান (২৮), মো. শাহ জাহান প্রকাশ সুজন (২৭), মো. ইব্রাহিম (২৮), মোঃ ইমাম (৪৮), মো. হাসান (২৫) ও মো. হাসান (৩০)। তাদের বিরুদ্ধে বায়েজিদ বোস্তামী থানায় নিয়মিত মামলা রুজু করা হয়েছে।
বিএনএনিউজ২৪/আমিন