30 C
আবহাওয়া
৩:৪৫ পূর্বাহ্ণ - মে ১, ২০২৪
Bnanews24.com
Home » বিকেলে ফুলকোর্ট সভা ডেকেছেন প্রধান বিচারপতি

বিকেলে ফুলকোর্ট সভা ডেকেছেন প্রধান বিচারপতি

পাবজি-ফ্রি ফায়ারসহ ক্ষতিকর সকল অনলাইন গেম বন্ধের নির্দেশ

বিএনএ ডেস্ক :আদালত চালুর বিষয়ে সিদ্ধান্ত নিতে বিকেলে ফুলকোর্ট সভা ডেকেছেন প্রধান বিচারপতি সৈয়দ মাহমুদ হোসেন।বৃহস্পতিবার (৫ আগস্ট) বিকাল ৫ টায় ভিডিও কনফারেন্সে এই সভা অনুষ্ঠিত হবে।সুপ্রিম কোর্টের আপিল ও হাইকোর্ট বিভাগের সব বিচারপতি এই সভায় ভিডিও কনফারেন্সে যুক্ত হবেন।

সুপ্রিম কোর্টের মুখপাত্র মুহাম্মাদ সাইফুর রহমান সভা ডাকার বিষয়টি নিশ্চিত করেছেন।

বুধবার (৪ আগস্ট) উচ্চ আদালতে আগাম জামিন আবেদন শুনানির জন্য পৃথক বেঞ্চ দিতে প্রধান বিচারপতি সৈয়দ মাহমুদ হোসেনকে অনুরোধ করেছেন সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির সম্পাদক ব্যারিস্টার রুহুল কুদ্দুস কাজল।

প্রধান বিচারপতি বলেছেন, আমিতো এককভাবে কোনো সিদ্ধান্ত নেই না। ফুলকোর্ট মিটিংয়ে সব বিচারপতিদের সঙ্গে আলোচনা করে এ বিষয়ে সিদ্ধান্ত নেওয়া হবে।

উল্লেখ্য, ফুলকোর্ট সভা বিচারপতিদের কথা বলার নিজস্ব ফোরাম। এ সভায় নীতি-নির্ধারণী বিভিন্ন সিদ্ধান্ত নেওয়া হয়।
বিএনএ/ওজি

Loading


শিরোনাম বিএনএ