30 C
আবহাওয়া
৫:০১ পূর্বাহ্ণ - সেপ্টেম্বর ২১, ২০২৪
Bnanews24.com
Home » ৬০ উপজেলায় ভোট গ্রহণ শেষ, চলছে গণনা

৬০ উপজেলায় ভোট গ্রহণ শেষ, চলছে গণনা

৬০ উপজেলায় ভোট গ্রহণ শেষ, চলছে গণনা

বিএনএ ডেস্ক : ষষ্ঠ উপজেলা পরিষদ নির্বাচনের চতুর্থ ধাপে ভোট গ্রহণ শেষ। এখন চলছে গণনা। বুধবার (৫ জুন) বিকেল ৪টার দিকে ভোটগ্রহণ শেষ হয়।চতুর্থ ধাপের চূড়ান্ত প্রার্থীদের ফলাফল ঘোষণার মাধ্যমে উপজেলা নির্বাচনের আনুষ্ঠানিকতা শেষ হচ্ছে।

এর আগে সকাল ৮টা থেকে দেশের ৬০ উপজেলার ৫ হাজার ১৪৪টি ভোটকেন্দ্রে চতুর্থ ধাপের ভোটগ্রহণ শুরু হয়।

নির্বাচন কমিশন (ইসি) সচিবালয়ের সচিব শফিউল আজিম জানান, নির্বাচনের প্রথম চার ঘণ্টায়  তথ্য অনুযায়ী গড়ে ১৭ দশমিক ৩১ শতাংশ ভোট পড়েছে ।  বুধবার দুপুর ১টার দিকে এক ব্রিফিংয়ে এ তথ্য জানান তিনি।

চতুর্থ ধাপে ৬০টি উপজেলায় একজন চেয়ারম্যান, তিনজন ভাইস চেয়ারম্যান ও একজন মহিলা ভাইস চেয়ারম্যান ইতোমধ্যে বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়েছেন। এ নির্বাচনে চেয়ারম্যান পদে ২৫১, ভাইস চেয়ারম্যান পদে ২৬৫ ও মহিলা ভাইস চেয়ারম্যান পদে ২০৫ জনসহ মোট ৭২১ প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন।

বিএনএ/ ওজি

Loading


শিরোনাম বিএনএ