14 C
আবহাওয়া
১০:২১ পূর্বাহ্ণ - জানুয়ারি ২১, ২০২৫
Bnanews24.com
Home » বাঁশখালীতে ধাওয়া পাল্টা ধাওয়ায় দুই সমর্থক আহত

বাঁশখালীতে ধাওয়া পাল্টা ধাওয়ায় দুই সমর্থক আহত


বিএনএ, চট্টগ্রাম: চট্টগ্রামের বাঁশখালী ছনুয়া ৯ নং ওয়ার্ড  নয়া পাড়ার এলাকার ১১৫ নং কেন্দ্রে ২ গ্রুপের ধাওয়া পাল্টা ধাওয়ার ঘটনা ঘটেছে। এই ঘটনায় ২ জন আহত হয়েছে বলে জানা গেছে।

প্রত্যক্ষদর্শীরা জানান, উপজেলা নির্বাচনের ভোট গ্রহণের সময় সকাল সাড়ে ৯ টার দিকে দোয়াত কলম ও আনারস সমর্থকদের মধ্যে ধাওয়া পাল্টা ধাওয়ার ঘটনা ঘটে। এতে দুইজন আহত হয়েছে। আহতদের মধ্যে ওই এলাকার জাকের আহমদের পুত্র আহমদ উল্লাহ (৫০) নাম জানা গেছে। অপর আহত ব্যক্তির নাম তাৎক্ষণিকভাবে জানা যায়নি।

বাঁশখালীতে সকাল ৮ টা থেকে ভোট গ্রহণ শুরু হয়। ছনুয়া ইউনিয়নের ৯নং ওয়ার্ডের ১১৫নং কেন্দ্র নয়া পাড়ায় সকাল থেকে ৬ টি বুথে ১০ টা পর্যন্ত ২০০ ভোট রেকর্ড হয়েছে বলে কেন্দ্রে দায়িত্বরত প্রিসাইডিং সুত্রে জানা যায়।

এবিষয়ে কেন্দ্রে দায়িত্বরত প্রিসাইডিং অফিসার মোঃ ইউনুস বলেন, বাহিরে একটু ঝামেলা  হয়েছিল ,তবে এতে কেন্দ্রে কোন ধরনের প্রভাব পড়েনি। এখানে প্রশাসনের লোকজন রয়েছে, কেন্দ্রের পরিস্থিতি স্বাভাবিক রয়েছে বলে জানান তিনি।

বিএনএনিউজ/ নাবিদ/এইচ.এম/ হাসনা

Loading


শিরোনাম বিএনএ