20.7 C
আবহাওয়া
৭:৫৩ পূর্বাহ্ণ - নভেম্বর ২২, ২০২৪
Bnanews24.com
Home » ডিপোর আগুন নেভাতে গিয়ে প্রাণ হারান কুমিল্লার সন্তান “মনির”

ডিপোর আগুন নেভাতে গিয়ে প্রাণ হারান কুমিল্লার সন্তান “মনির”

ডিপোর আগুন নেভাতে গিয়ে প্রাণ হারান কুমিল্লার সন্তান “মনির”

বিএনএ, কুমিল্লা : সীতাকুন্ডের বি.এম কনটেইনারের ডিপোর আগুন থেকে শেষ রক্ষা পায়নি ফায়ার সদস্য মনিরুজ্জামান মনির(২৮)। শনিবার রাতে চট্টগ্রামের সীতাকুন্ডে কনটেইনারের ডিপোতে অগ্নিকান্ডের ঘটনা ঘটে। সেখানে আগুনের সাথে যুদ্ধরত অবস্থায় তার পা একটি উড়ে যায়, ঘটনাস্থলে রক্তক্ষরণও হয়েছে প্রচুর। স্থানীয়দের সহযোগিতায় ফায়ার সদস্য মনিরুজ্জামান মনিরকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালের জরুরী বিভাগে নেওয়া হয়। সেখানে শনিবার মধ্যরাতে মৃত্যুর সাথে পাঞ্জালড়ে মৃত্যুবরণ করেন।

মনিরের বাবা মুঠোফোনে জানান-তিন মাস আগে মনিরুজ্জামান কুমিরা ফায়ার সার্ভিস ডিফেন্সে যোগদান করেন। বি.এম ডিপোতে আগুন লাগার সংবাদটি রাত সাড়ে ৯টা’য় আমার সন্তান ফায়ার সদস্য মনির ফোনে জানান, প্রতিউত্তরে তখনন মনিরকে আমি বলেছি বাবা-আগুন হতে দূরে থাকিও। ঠিক ১৫ মিনিট পরে আমার কাছে আবার মনিরের ফোন হতে কল আসে, বলে যে-বাবা আমার তো পা একটি উড়ে গেছে। আমি হয়তো আর বাঁচবো না। তোমার কাছে আমি ক্ষমা চেয়ে নিচ্ছি বাবা, মারা গেলে ক্ষমা করে দিও বাবা। এ বলে শনিবার ভোর রাতেই দুনিয়া হতে শেষ বিদায় নিলো ফায়ার ডিফেন্সের গর্বিত সদস্য কুমিল্লার গর্ব মনিরুজ্জামান মনির। নিহত ফায়ার সদস্য মনিরের গ্রামের বাড়ি কুমিল্লা নাঙ্গলকোট উপজেলার নাইয়ারা গ্রামে। এদিকে ফায়ার সদস্যের মৃত্যুর ঘটনায় পুরো এলাকায় শোকের ছায়া নেমেছে।

বিএনএ/ আব্দুল্লাহ আল মানছুর, ওজি

Loading


শিরোনাম বিএনএ