22 C
আবহাওয়া
২:৩১ পূর্বাহ্ণ - নভেম্বর ২২, ২০২৪
Bnanews24.com
Home » শিবচরে বাস দুর্ঘটনায় নিহতদের পরিবারকে ক্ষতিপূরণ কেন নয়: হাইকোর্ট

শিবচরে বাস দুর্ঘটনায় নিহতদের পরিবারকে ক্ষতিপূরণ কেন নয়: হাইকোর্ট

দেশে মার্চে সড়ক দুর্ঘটনায় ৪১৫ জন নিহত

বিএনএ: মাদারীপুরের শিবচরে বাস দুর্ঘটনায় নিহত ১৯ জনের পরিবারকে পর্যাপ্ত ক্ষতিপূরণ কেন দেয়া হবে না, তা জানতে চেয়ে রুল জারি করেছেন হাইকোর্ট।

বুধবার (৫ এপ্রিল) বিচারপতি কেএম কামরুল কাদের ও বিচারপতি খিজির হায়াতের হাইকোর্ট বেঞ্চ এ আদেশ দেন।

একইসঙ্গে সড়কে চলাচল করা মানুষের নিরাপত্তা নিশ্চিত করতে কেন নির্দেশ দেয়া হবে না, গাড়ির ফিটনেস, লাইসেন্স ও চালকের লাইসেন্স নিয়ে চলাচল নিশ্চিত করতে কেন নির্দেশ দেয়া হবে না রুলে তাও জানতে চাওয়া হয়েছে।

সড়ক ও মহাসড়ক বিভাগের সচিব, স্বরাষ্ট্র সচিব, অর্থ সচিব, স্বাস্থ্য সচিব, মাদারীপুরের জেলা প্রশাসক ও পুলিশ সুপার, বিআরটিএ চেয়ারম্যান, ইমাদ পরিবহনের এমডি হাবিবুর রহমানসহ ১১ জনকে রুলের জবাব দিতে বলা হয়েছে।

বাস দুর্ঘটনায় নিহতের পরিবারের জন্য ক্ষতিপূরণ চেয়ে হাইকোর্টে রিট করে হিউম্যান রাইটস অ্যান্ড পিস ফর বাংলাদেশ। রিটকারির সংগঠনটির পক্ষে শুনানি করেন আইনজীবী মনজিল মোরসেদ।

বিএনএ নিউজ/এ আর

Loading


শিরোনাম বিএনএ