32 C
আবহাওয়া
১০:২৪ অপরাহ্ণ - এপ্রিল ১৮, ২০২৪
Bnanews24.com
Home » আনোয়ারায় ঢিলেঢালা লকডাউন : প্রশাসনের অভিযান

আনোয়ারায় ঢিলেঢালা লকডাউন : প্রশাসনের অভিযান

লকডাউনের মেয়াদ আরও বাড়তে পারে

বিএনএ, আনোয়ারা (চট্টগ্রাম): গণপরিবহন, দোকান-পাট ও মানুষের জনসমাগম অন্যান্য দিনের তুলনায় কম থাকলেও আনোয়ারায় লকডাউনের প্রথম দিন ঢিলেঢালা ভাব লক্ষ্য করা গেছে। এদিকে সরকারি নিদের্শনার আলোকে স্বাস্থ্যবিধি নিশ্চিত করতে উপজেলা প্রশাসনকে মাঠে কঠোর হতে দেখা যায়।

বুধবার (৫ এপ্রিল) সকাল  ১০ টা থেকে উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) শেখ জোবায়ের আহমেদ ও সহকারি কমিশনার (ভূমি) তানভীর হাসান চৌধুরী উপজেলার সদর ইউনিয়ন,  কালাবিবি দিঘীর মোড়, চাতরী চৌমুহনী বাজার, বন্দর কমিউনিটি সেন্টার, বটতলী রুস্তমহাটসহ উপজেলার বিভিন্ন গুরুত্বপূর্ণ জায়গায় অভিযান পরিচালনা করেন। এসময় সরকারি নির্দেশনা অমান্য করে দোকানপাট খোলা রাখা, মাস্ক পরিধান না করে বিনা প্রয়োজনে ঘোরাঘুরিসহ বিভিন্ন অপরাধে ভ্রাম্যমাণ আদালতের  ১৯ টি মামলায় ৫৪ হাজার টাকা অর্থদণ্ড প্রদান করা হয়।

অভিযান পরিচালনাকালে উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) শেখ জোবায়ের আহমেদ বলেন, আমরা জরিমানা করতে চাইনা। করোনাভাইরাস প্রতিরোধে সবাইকে সচেতন হতে হবে। সরকারি নির্দেশনা প্রতিপালন এবং করোনাভাইরাস মোকাবেলায় সকলের সহযোগিতাও কামনা করেন তিনি।

বিএনএনিউজ/ এনামুল হক নাবিদ/ এইচ.এম।

 

Loading


শিরোনাম বিএনএ