27 C
আবহাওয়া
১:০৯ অপরাহ্ণ - আগস্ট ১৩, ২০২৫
Bnanews24.com
Home » হেঁটে খাগড়াছড়ি থেকে সিলেট ভ্রমণে ৬ তরুণ

হেঁটে খাগড়াছড়ি থেকে সিলেট ভ্রমণে ৬ তরুণ

হেঁটে খাগড়াছড়ি থেকে সিলেট ভ্রমণে ৬ তরুণ

বিএনএ, খাগড়াছড়ি: খাগড়াছড়ির মানিকছড়ি থেকে ছয় দিনে হেঁটে সিলেট ভ্রমণ করেছেন ছয় তরুণ। এ ভ্রমণে তারা পাড়ি দিয়েছেন ৩০৬ কিলোমিটার পথ। ‘মাদক ছাড়ো, দক্ষ হও, সমৃদ্ধির পথে আগাও’ স্লোগানকে সামনে রেখে খাগড়াছড়ির মানিকছড়ি থেকে হেঁটে সিলেট ভ্রমণ করেছেন তারা। তাদের লক্ষ্য ছিল কোনো যানবাহন ব্যবহার না করে শুধু হেঁটে দীর্ঘ এই পথ পাড়ি দেওয়া।

নিজেদের স্বপ্ন আর উদ্যমী সংকল্প বাস্তবায়নে গত ২৮ ফেব্রুয়ারি মানিকছড়ি সদর থেকে সিলেটের উদ্দেশ্যে পায়ে হেঁটে রওয়ানা দেন ছয় তরুণ। সবাই উচ্চমাধ্যমিক পর্যায়ের শিক্ষার্থী। তারা হলেন- মনির চৌধুরী, আব্দুর রহমান, মুহাম্মদ রাব্বি, হাসান মাহমুদ, আবদুল্লাহ আল মারুফ ও রবিউল ফারুক।

জানা গেছে, প্রথম দিন ভোর সাড়ে ৫টার দিকে মানিকছড়ি উপজেলা সদর থেকে পদযাত্রা শুরু করে হেয়াকো হয়ে বারৈয়ারহাট গিয়ে শেষ করেন। এরপর চট্টগ্রাম-ঢাকা মহাসড়ক ধরে ফেনী, চৌদ্দগ্রাম অতিক্রম করে কুমিল্লা পৌঁছায় তারা। এরপর পর্যায়ক্রমে কসবা, মাধবপুর ও পুটিজুড়ি অতিক্রম করে ৫ মার্চ সিলেট শহরে প্রবেশ করে ছয় তরুণ।

নিজেদের সীমিত সামর্থ্যের মধ্যেই পাড়ি দিয়েছেন ৩০৬ কিলোমিটারেরও বেশি পথ। এ যাত্রায় তাদের বিরতি ও রাত্রিযাপন করতে হয়েছে মসজিদ, মাদ্রাসা, সার্কিট হাউস, ডাকবাংলো ও হোটেলে।

দলের নেতৃত্ব দেওয়া মো. মনির চৌধুরী জানান, নিজেদের স্বপ্ন, প্রবল ইচ্ছে শক্তি আর দৃঢ় সংকল্প থেকেই ছয় বন্ধু মিলে এই পদযাত্রার শুরু করেন। দীর্ঘ চ্যালেঞ্জিং এ পথ পাড়ি দিতে কিছুটা বেগ পেতে হয়েছিল তাদের। বিশেষ করে রোজা রেখে দীর্ঘ সময় হাঁটা কিছুটা কষ্টসাধ্য ছিল। তবে ভ্রমণের আনন্দ তা ভুলিয়ে দিয়েছে। এ যাত্রায় তারা সিলেটের বিভিন্ন ঐতিহাসিক স্থান ও পর্যটনকেন্দ্রগুলো ঘুরে দেখবেন। সিলেট ভ্রমণ শেষে তারা যানবাহনে করে নিজ শহরে ফিরবেন।

তিনি আরও বলেন, ভ্রমণের পাশাপাশি একটি গুরুত্বপূর্ণ বার্তা পৌঁছে দিতে চেয়েছি মানুষের কাছে। দেশের তরুণ সমাজ যদি মাদককে ‘না’ বলে এবং নিজেদের দক্ষ হিসেবে গড়ে তোলে, তাহলে তারা জীবনে অনেক দূর এগিয়ে যেতে পারবে।

বিএনএনিউজ/ বিএম

Loading


শিরোনাম বিএনএ