31 C
আবহাওয়া
১১:১৩ অপরাহ্ণ - মে ১, ২০২৪
Bnanews24.com
Home » অবৈধ গ্যাস লাইন বিচ্ছিন্ন: ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ, ৭০ কি.মি. যানজট

অবৈধ গ্যাস লাইন বিচ্ছিন্ন: ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ, ৭০ কি.মি. যানজট

অবৈধ গ্যাস বিচ্ছিন্ন ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ, ৭০ কি.মি যানজট

বিএনএ, ঢাকা: মুন্সীগঞ্জের গজারিয়ার ভবেরচরে গ্যাস সরবরাহ বিচ্ছিন্ন করার প্রতিবাদে বাংলাদেশের লাইফলাইন খ্যাত ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ করে পুনরায় সংযোগ করার দাবিতে বিক্ষোভ করেছে স্থানীয়রা। এসময় দুই ঘণ্টা মহাসড়কে অবস্থান নিয়ে নানারকম স্লোগান দিতে থাকেন তারা।

এতে মহাসড়কের ঢাকা থেকে কুমিল্লার দাউদকান্দি পর্যন্ত উভয় দিকে প্রায় ৭০ কিলোমিটার দীর্ঘ যানজটের সৃষ্টি হয়। যান চলাচল বন্ধ থাকায় দুর্ভোগে পড়েন যাত্রীসাধারণ।

অবৈধ গ্যাস বিচ্ছিন্ন ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ, ৭০ কি.মি যানজট
যানজটে আটকা পড়েছে বিভিন্ন ধরণের যানবাহন

স্থানীয়রা জানায়, কোনরকম পূর্ব ঘোষণা ছাড়া গত ২৫ ফেব্রুয়ারি সকাল থেকে মুন্সীগঞ্জের গজারিয়া উপজেলার অধিকাংশ এলাকার গ্যাস সরবরাহ বন্ধ করে দেয় তিতাস গ্যাস কর্তৃপক্ষ। এরই প্রতিবাদে পুনরায় গ্যাস সংযোগ সরবরাহ করার দাবিতে মহাসড়কে নামে স্থানীয়রা।

অবৈধ গ্যাস বিচ্ছিন্ন ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ, ৭০ কি.মি যানজট
দুর্ভোগে যাত্রীসাধারণ

এদিকে, মঙ্গলবার (৫ মার্চ) সকাল সাড়ে ১১টার দিকে তিতাসের লোকজন বাউশিয়া ইউনিয়নের দড়ি বাউশিয়া এলাকায় অবৈধ সঞ্চালন লাইন উচ্ছেদ করতে গেলে স্থানীয়দের তোপের মুখে পড়ে। এ সময় আশপাশের কয়েকটি গ্রাম থেকে আগত কয়েক হাজার নারী পুরুষ তিতাস কর্মকর্তাদের ঘিরে ধরেন। পরে উত্তেজিত জনতা দুপুর সাড়ে ১২টার দিকে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের মুন্সীগঞ্জের গজারিয়া অংশের দড়ি বাউশিয়া বাসস্ট্যান্ড এলাকায় অবস্থান নিয়ে মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ শুরু করে। এতে  দীর্ঘ প্রায় ২ ঘণ্টা মহাসড়কে যান চলাচল বন্ধ থাকে। এ সময় মহাসড়কের উভয়পাশে দীর্ঘ যানজটের সৃষ্টি হয়।

প্রায় ২ঘণ্টা পর গজারিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা কোহিনুর আক্তার, মুন্সীগঞ্জ সদর-গজারিয়া সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার থান্দার খায়রুল হাসান, মুন্সীগঞ্জ জেলা প্রশাসনে নির্বাহী ম্যাজিস্ট্রেট আব্দুল আল ফারুক-সহ প্রশাসনের কর্মকর্তারা ঘটনাস্থলে পৌঁছে তাদের দাবি পূরণের আশ্বাস দিলে আন্দোলনকারীরা মহাসড়ক ছেড়ে চলে যায়। এতে মহাসড়কে যান চলাচল পুণরায় শুরু হয়।

বিকেল সাড়ে ৫ টায় এ প্রতিবেদন লেখা পর্যন্ত ভবেরচরে যানজট অব্যাহত ছিল। যানজটে আটকা পড়ে দুর্ভোগে পড়েন হাজার হাজার নারী-পুরুষ ও শিশু।

বিএনএনিউজ/ বিএম,এসজিএন

Loading


শিরোনাম বিএনএ