17 C
আবহাওয়া
১১:০৩ পূর্বাহ্ণ - জানুয়ারি ১৮, ২০২৫
Bnanews24.com
Home » কালুরঘাট সেতুতে ৫ ঘণ্টা যান চলাচল বন্ধ সোমবার

কালুরঘাট সেতুতে ৫ ঘণ্টা যান চলাচল বন্ধ সোমবার


বিএনএ, বোয়ালখালী: চট্টগ্রাম-দোহাজারি রেলওয়ে সেকশনের জানালীহাট-গোমদন্ডী স্টেশনের মধ্যবর্তী স্থানে কালুরঘাট সেতুর উভয় প্রান্তে উচ্চতা প্রতিবন্ধক স্থাপন কাজের জন্য সেতুর উপর সাময়িক যানবাহন চলাচল বন্ধ রাখার নির্দেশ দেওয়া হয়েছে। সোমবার (৬ মার্চ) সকাল ১০টা থেকে বিকেল ৩টা পর্যন্ত সেতুর উপর দিয়ে সব ধরনের যানবাহন চলাচল বন্ধ থাকবে।

রোববার (৫ মার্চ) চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশ কমিশনার বরাবর পাঠানো রেলওয়ে পূর্বাঞ্চলের সেতু প্রকৌশলী মো. আবরার হোসেন স্বাক্ষরিত এক চিঠিতে এ তথ্য জানানো হয়।

চিঠিতে বলা হয়, কর্ণফুলী রেলওয়ে সেতুর উভয় প্রান্তে উচ্চতা প্রতিবন্ধক স্থাপন কাজ সম্পাদনের জন্য সোমবার (৬ মার্চ) সকাল ১০টা থেকে বিকাল ৩টা পর্যন্ত সেতুর উপর দিয়ে সব ধরনের যানবাহন চলাচল বন্ধ রাখা প্রয়োজন। তাই সুষ্ঠুভাবে এ কাজ সম্পন্নের জন্য ট্রাফিক সার্জেন্টদের পর্যাপ্ত পুলিশ ফোর্সসহ সংযোগ সড়কে যানবাহন চলাচল নিয়ন্ত্রণের কাজে সহায়তার নির্দেশ দেয়া হল।

বিএনএ/ বাবর মুনাফ

Loading


শিরোনাম বিএনএ