19 C
আবহাওয়া
১:০৮ পূর্বাহ্ণ - ডিসেম্বর ২৬, ২০২৪
Bnanews24.com
Home » ১১৮ বছরের তানাকা অলিম্পিকে মশাল ধরবেন

১১৮ বছরের তানাকা অলিম্পিকে মশাল ধরবেন

১১৮ বছরের তানাকা অলিম্পিকে মশাল ধরবেন

বিএনএ, স্পোর্টস ডেস্ক : আগামী মে মাসে জাপানে অনুষ্ঠিত হতে যাচ্ছে অলিম্পিক গেমস। এ বছর অলিম্পিকে মশাল বহন করবেন বিশ্বের সবচেয়ে বয়স্ক ব্যক্তি ১১৮ বছর বয়সী কানে তানাকা। অলিম্পিকের মশাল ধরতে যাওয়া সবচেয়ে বেশি বয়সী মানুষ হতে যাচ্ছেন কানে তানাকা নামের এই জাপানি নারী।

মার্কিন সংবাদমাধ্যম সিএনএন’র প্রতিবেদনে বলা হয়েছে, কানে তানাকা দু’বার ক্যান্সার থেকে রক্ষা পেয়েছেন। এই নারী দুটি বৈশ্বিক মহামারি দেখেছেন। এ বছর ফুকুওকার অলিম্পিকে তিনিই মশাল নিয়ে যাবেন।

তানাকার পরিবার তার ১০০ মিটারের হুইলচেয়ারে করে তাকে পাঠাবেন। এরপর তিনি মশাল হাতে পায়ে হেঁটে স্পটে পৌঁছাবেন। তবে এতে তাকে সহায়তা করবেন তার নাতি-নাতনিরা। এর আগে ২০১৬ সালে রিও সামার গেমসে ব্রাজিলের ১০৬ বছরের আইদা জেমাঙ্কু অলিম্পিকের মশাল তুলেছিলেন।

তানাকা বলেন, এই অনুষ্ঠানের জন্য জানুয়ারিতে নতুন এক জোড়া জুতোও পেয়েছেন তিনি।

এই বিষয়ে তানাকার নাতি ষাটোর্ধ্ব ইজি তানাকা বলেন, ১১৮ বয়সে এসেও বেশ দারুণভাবে জীবনযাপন করছেন আমার দাদি। খুবেই স্বতস্ফূর্ত। অলিম্পিকে মশাল নেওয়া সত্যিই বড় ব্যাপার। আশা করি, তানাকাকে দেখে গোটা বিশ্ব অনুপ্রাণিত হবে।

বিএনএনিউজ/এইচ.এম।

Loading


শিরোনাম বিএনএ