32 C
আবহাওয়া
১২:২৪ অপরাহ্ণ - মে ৬, ২০২৫
Bnanews24.com
Home » শরণখোলার চান্দেশ্বর ফরেস্ট অফিস বাঘের দখলে

শরণখোলার চান্দেশ্বর ফরেস্ট অফিস বাঘের দখলে

শরণখোলার চান্দেশ্বর ফরেস্ট অফিস বাঘের দখলে

বিএনএ: বাগেরহাটের পূর্ব সুন্দরবনের শরণখোলা রেঞ্জের সুপতি স্টেশনের চান্দেশ্বর ফরেস্ট অফিস চলে যায় তিন রয়েল বেঙ্গল টাইগারের দখলে। বন বিভাগের এই টহল চৌকি কার্যত ২৪ ঘণ্টার বেশি সময় দখলে ছিল বাঘের। পুরো সময়ে আতংকে ছিলেন পাঁচ বনরক্ষী।

শনিবার (৪ ফেব্রুয়ারি) চান্দেশ্বর টহল ফাঁড়ির ইনচার্জ ফারুক জানান, শুক্রবার দুপুর দুইটার দিকে তিনটি বাঘ তাদের অফিস এলাকায় ঢুকে পড়ে। শনিবার দুপুর পর্যন্ত বাঘগুলোকে সেখানে ঘুরাঘুরি করতে দেখা যায়। বেশ কয়েকবার দেখা গেছে বাঘ গুলো। এখনও বাঘগুলো কিছুটা সরে গিয়ে অফিসের দক্ষিণ পাশে নদী তীরে অবস্থান করছে। সতর্ক অবস্থায় থেকে বাঘের গতিবিধি পর্যবেক্ষণ করা হচ্ছে বলে জানান ফারুক।

শরণখোলা রেঞ্জ কর্মকর্তা মো. সামসুল আরেফীন জানান, এই সময়টা বাঘের প্রজনন মৌসুম। তাই সঙ্গীসহ বাঘগুলো নিজস্ব প্রকৃতিতে চলাচল করছে। তাদের কোনো ক্ষতি না করতে বনরক্ষীদের নির্দেশনা দেয়া হয়েছে।

বিএনএনিউজ/এ আর

Loading


শিরোনাম বিএনএ