বিএনএ,বিশ্বডেস্ক : ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ উজমা খামেনেয়ী বলেছেন, নারীর অধিকারের পক্ষে পশ্চিমারা যে কথা বলে তা একটি ভুয়া দাবি এবং চূড়ান্ত পর্যায়ের নির্লজ্জতা। বরং পশ্চিমা দেশগুলোতে হাতে নারী এবং তরুণীরা বিভিন্নভাবে অপব্যবহারের শিকার হয়ে থাকেন।
হযরত ফাতিমা সালামুল্লা আলাইহার পবিত্র জন্মদিন উপলক্ষে আজ (বুধবার) রাজধানীর তেহেরানে আয়োজিত এক অনুষ্ঠানে সর্বোচ্চ নেতা একদল নারীর উদ্দেশ্যে বক্তৃতা রাখতে গিয়ে একথা বলেন।
তিনি বলেন, পশ্চিমারা যখন নারীর অধিকারের ব্যাপারে নিজেদেরকে অগ্রপথিক বলে উপস্থাপন করে তখন তা চূড়ান্ত লজ্জা বলে পরিগণিত হয়। বরং এর বিপরীতে আসল সত্য হচ্ছে- পশ্চিমা দেশগুলো বিভিন্নভাবে নারীর মর্যাদা বিনষ্ট করেছে।
সর্বোচ্চ নেতা ইরানি নারীদেরকে সমাজের বিভিন্ন পর্যায়ের নীতি এবং সিদ্ধান্ত গ্রহণের ক্ষেত্রে আরো বেশি অংশ নেয়ার জন্য উৎসাহ দেন। তিনি বলেন, “এটি একটি গুরুত্বপূর্ণ ইস্যু। এ বিষয়ে আমাদের সমাধান খুঁজে বের করতে হবে।”
বিএনএ/ওজি