26 C
আবহাওয়া
৬:১০ অপরাহ্ণ - ডিসেম্বর ২৮, ২০২৪
Bnanews24.com
Home » বারডেম হাসপাতালের সামনে পড়েছিলেন অচেতন ব্যক্তি

বারডেম হাসপাতালের সামনে পড়েছিলেন অচেতন ব্যক্তি


বিএনএ, ঢাকা: রাজধানীর শাহবাগে বারডেম হাসপাতালের সামনের রাস্তা থেকে মো. সিরাজ (৫০) নামের এক ব্যক্তিকে অচেতন অবস্থায় উদ্ধার করেছে পুলিশ। তিনি অজ্ঞানপার্টির খপ্পরে পড়েছেন বলে ধারণা করা হচ্ছে।

বুধবার (৫ জানুয়ারি) বিকেল সাড়ে ৩টার দিকে ওই ব্যক্তিকে উদ্ধার করে ঢাকা মেডিক্যাল কলেজ (ঢামেক) হাসপাতালে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়। বিষয়টি নিশ্চিত করে রমনা থানার উপ-পরিদর্শক (এসআই) আবুল খায়ের।

তিনি বলেন, আশপাশের লোকজনের মাধ্যমে জানা যায়, অচেতন অবস্থায় ওই ব্যক্তিকে বাসের ভেতর থেকে নামিয়ে রেখে যায়।পরে ঢামেক হাসপাতালের জরুরি বিভাগে নেওয়া হলে চিকিৎসকরা তাকে আবার স্যার সলিমুল্লাহ মেডিক্যাল কলেজ (মিটফোর্ড) হাসপাতালের মেডিসিন বিভাগে পাঠিয়ে দেন।

তিনি আরও বলেন, ওই ব্যক্তি ফার্মগেট থেকে শাহবাগগামী কোনো বাসের ভেতর অজ্ঞানপার্টির খপ্পরে পড়েছেন বলে ধারণা করা হচ্ছে। তার সঙ্গে থাকা মোবাইল ফোনের মাধ্যমে তার স্বজনদের খবর দেওয়া হয়েছে। তারা আসলে বিস্তারিত পরিচয় জানা যাবে।

বিএনএ/এমএফ

Loading


শিরোনাম বিএনএ