18 C
আবহাওয়া
৮:৪৯ পূর্বাহ্ণ - ডিসেম্বর ২৭, ২০২৪
Bnanews24.com
Home » দক্ষিণ চট্টগ্রামের তিন উপজেলায় শান্তিপূর্ণভাবে ভোট গ্রহণ শুরু

দক্ষিণ চট্টগ্রামের তিন উপজেলায় শান্তিপূর্ণভাবে ভোট গ্রহণ শুরু

ঝিওরী সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্র

বিএনএ ডেস্ক :  দক্ষিণ চট্টগ্রামের তিন উপজেলা বোয়ালখালী, আনোয়ারা ও চন্দনাইশে ইউনিয়ন পরিষদ নির্বাচনে(ইউপি) শান্তিপূর্ণভাবে বুধবার(৫জানুয়ারি) সকাল ৮টা থেকে ভোট গ্রহণ শুরু হয়েছে। শীত উপেক্ষা করে স্বত:স্ফুর্তভাবে সব শ্রেণীর ভোটার লাইন ধরেন।আনোয়ারার  ঝিওরী সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রে একজন প্রবীণ ও অসুস্থ ব্যক্তিকে তার স্বজনরা ভোট দিতে সহায়তা করেন(নিচের ছবি)।

আনোয়ারার  ঝিওরী সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রে একজন প্রবীণ ও অসুস্থ ব্যক্তিকে তার স্বজনরা ভোট দিতে সহায়তা করেন
আনোয়ারার  ঝিওরী সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রে একজন প্রবীণ ও অসুস্থ ব্যক্তিকে তার স্বজনরা ভোট দিতে সহায়তা করেন

 

আনোয়ারা উপজেলা

আনোয়ারা উপজেলায় ১০ ইউনিয়নের মোট ভোটার সংখ্যা ৯৫ হাজার ৪শ ৫০ জন।১০টি ইউপির মধ্যে ৬ ইউনিয়নে নির্বাচন অনুষ্টিত হবে,৩টিতে একক প্রার্থী রয়েছে।চেয়ারম্যান পদে ২০ জন প্রার্থী লড়ছেন।মহিলা সংরক্ষিত আসনে ৯১ ও সাধারন সদস্য পদে ৩৫১ জন প্রার্থী রয়েছে।

উপজেলার তিন ইউনিয়ন বৈরাগ, বারখাইন, চাতরী ইউনিয়নে আওয়ামী লীগের প্রার্থী বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হওয়ায় সেখানে চেয়ারম্যান পদে নির্বাচন হচ্ছে না।

ইউপি সদস্য প্রার্থীর মৃত্যু

আনোয়ারায় ভোট শুরুর আগের রাতেই মারা গেছেন ইউপি নির্বাচনের সদস্য প্রার্থী আজিজুল হক বাবুল। তিনি উপজেলার বটতলী ইউনিয়নের পূর্ব বরৈয়া ৮ নং ওয়ার্ডে নির্বাচনে প্রার্থী ছিলেন। তার নির্বাচনী প্রতীক ছিল তালা।

৪ জানুয়ারি (মঙ্গলবার) রাত ১১ টায় হৃদযন্ত্রের ক্রিয়া বন্ধ হয়ে তার মৃত্যু হয়।

আনোয়ারা উপজেলা নির্বাচন অফিসার আনোয়ার খালেদ সাংবাদিকদের বলেন, ‘বটতলী ইউনিয়নের ৮ নং ওয়ার্ডে আজিজুল হক বাবুল নামে ইউপি সদস্য প্রার্থীর মৃত্যুর খবর শুনেছি। ওই ওয়ার্ডে নির্বাচন যথা নিয়মে চলবে। মৃত ব্যক্তি নির্বাচিত হলে নির্বাচনী আইনে পরবর্তি ব্যবস্থা গৃহীত হবে।’

বোয়ালখালী উপজেলা

বোয়ালখালী উপজেলায় ২৫ জন চেয়ারম্যান প্রার্থী লড়ছেন।বোয়ালখালী উপজেলার ৭ ইউনিয়নে মোট ভোটার ১ লাখ ১৫ হাজার ১৮ জন। এতে পুরুষ ভোটার ৬০ হাজার ২০ জন এবং নারী ভোটার ৫৪ হাজার ৯৯৮ জন। মোট ভোটকেন্দ্র ৬৫টি।

 

চন্দনাইশ উপজেলা :

চন্দনাইশে ৭ ইউনয়নের নির্বাচনে ২৫ জন চেয়ারম্যান,৫৬ জন সংরক্ষিত মহিলা সদস্য ২২৮ জন সাধারন সদস্য প্রার্থী সহ ৩০৯ জন রয়েছেন।৬জন নারী ও পুরুষ বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হচ্ছেন।মোট ৬৩ ভোটকেন্দ্রের মধ্যে ২৩ টি অতি ঝুকিপূর্ন , ২৫টি ঝুকিপূর্ন বলে জানা যায়। এসব ইউপিতে মোট ভোটার সংখ্য ৯৭ হাজার ৮শ ১৫ জন। জোয়ারা ইউনিয়নে বিনা প্রতিদ্বন্দ্বিতায় আওয়ামী লীগের প্রার্থী নির্বাচিত হওয়ায় সেখানে চেয়ারম্যান পদে নির্বাচন হচ্ছে না।

আগের নিউজ :

আনোয়ারায় ঝুঁকিপূর্ণ ৩০কেন্দ্র

আনোয়ারা:সহিংসতা বরুমছড়ায়, টাকার খেলা রায়পুরে, ভয়ভীতি ঝিওরীতে

আনোয়ারার বরুমছড়ায় স্বতন্ত্র প্রার্থীর ক্যাম্পে হামলা, আহত ১২

 

বিএনএ নিউজ ২৪, জিএন

Loading


শিরোনাম বিএনএ
কোহলিকে জরিমানা অবৈধ বিদেশি নাগরিকদের ৩১ জানুয়ারির মধ্যে বৈধতা অর্জন করতে হবে বায়ুদূষণ থেকে রক্ষা পেতে Air Quality Index অনুসরণের আহ্বান অগ্নিকাণ্ডে শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয়ের ক্ষয়ক্ষতি নিরূপণে ২ টি কমিটি গঠন শিক্ষার মান উন্নয়নে সবার সহযোগিতা অপরিহার্য-প্রাথমিক গণশিক্ষা উপদেষ্টা তিতাসের অবৈধ গ্যাস সংযোগ উচ্ছেদে অভিযান অব্যাহত অন্তর্বর্তী সরকারকে ব্যর্থ করার ষড়যন্ত্রে জড়িতদের ছাড় নেই- আসিফ মাহমুদ ত্রিপুরাদের বাড়িতে অগ্নিসংযোগকারী বেনজীরের গুন্ডাদের রেহাই নেই-পার্বত্য উপদেষ্টা জোরারগঞ্জে জামায়াতের কর্মী শিক্ষা বৈঠক ও সম্মেলন সম্পন্ন রাজধানীতে নারীর মরদেহ উদ্ধার