18 C
আবহাওয়া
৩:১৩ পূর্বাহ্ণ - ডিসেম্বর ১৯, ২০২৪
Bnanews24.com
Home » জার্মানিতে দীর্ঘ হচ্ছে লকডাউন

জার্মানিতে দীর্ঘ হচ্ছে লকডাউন

জার্মানিতে দীর্ঘ হচ্ছে লকডাউন

বিএনএ,বিশ্ব ডেস্ক: করোনা ভাইরাসের সংক্রমণ রোধে চলমান লকডাউন দীর্ঘায়িত করছে ইউরোপের দেশ জার্মানি।মঙ্গলবার(৫ জানুয়ারি) এ লক্ষ্যে বৈঠক করেছেন জার্মান চ্যান্সেলর অ্যাঙ্গেলা মের্কেল ও দেশটির ১৬টি রাজ্য সরকার।৩১ জানুয়ারি পর্যন্ত তারা লকডাউন জারি রাখতে চান বলে জানিয়েছে ডয়েচে ভেলে।

দেশটির একাধিক সংবাদমাধ্যম জানায়, দুটি রাজ্য ছাড়া বাকি সব রাজ্য সরকার ৩১ জানুয়ারি পর্যন্ত লকডাউন জারি রাখতে একমত হয়েছে।দেশটিতে ৩০ ডিসেম্বর প্রথমবারের মতো সর্বোচ্চ মৃত্যুর সংখ্যা এক হাজার ছাড়িয়েছে। জার্মানিতে এ পর্যন্ত ৩৪ হাজারেরও বেশি লোক করোনায় মারা গেছে।

এরআগে সোমবার(৪জানুয়ারি)দেশটির স্বাস্থ্যমন্ত্রী জেন্স স্পান সংবাদ মাধ্যমকে জানিয়েছেন,করোনা সংক্রমণের হার এখনো অনেক বেশি।নিষেধাজ্ঞা আরও বাড়ানো প্রয়োজন হবে বলে জানান তিনি।

এদিকে,দেশটিতে ২৬ ডিসেম্বর থেকে করোনার টিকাদান কার্যক্রম শুরু হয়েছে।এ পর্যন্ত দুই লাখ ৬৪ হাজারেরও বেশি লোককে টিকা দেয়া হয়েছে বলে জানা গেছে।

বিএনএনিউজ/আরকেসি

 

 

 

Loading


শিরোনাম বিএনএ