32 C
আবহাওয়া
৭:৩১ অপরাহ্ণ - এপ্রিল ১৩, ২০২৫
Bnanews24.com
Home » গোপালগঞ্জে বাস-অটোরিকশার সংঘর্ষ নিহত ২

গোপালগঞ্জে বাস-অটোরিকশার সংঘর্ষ নিহত ২


বিএনএ,গোপালগঞ্জ: গোপালগঞ্জের কাশিয়ানীতে বাস ও অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে মামা-ভাগনের মৃত্যু হয়েছে। এ ঘটনায় আহত হয়েছেন একই পরিবারের আরও চারজন। সোমবার (৪ নভেম্বর) দুপুরে উপজেলার ফুকরা এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন দ্বীন ইসলাম (২৫) ও মো. হোসাইন (১০) দুজনই সদর উপজেলার করপাড়া গ্রামের বাসিন্দা।

স্থানীয়রা জানান, খুলনা থেকে ছেড়ে আসা রাজিব পরিবহনের একটি বাস ঢাকার দিকে যাচ্ছিল। এ সময় বিপরীত দিক থেকে আসা একটি অটোরিকশার সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হয়। সংঘর্ষে ঘটনাস্থলেই দুইজন নিহত হন।

ভাটিয়াপাড়া হাইওয়ে পুলিশের ইনচার্জ আবুল হাশেম মজুমদার বলেন, স্থানীয়রা হতাহতদেরকে উদ্ধার করে গোপালগঞ্জ জেনারেল হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক যাত্রী মুহাম্মদ দ্বীন ইসলাম ও তার আপন ভাগনে মো. হোসাইন নামের দুজনকে মৃত ঘোষণা করেন। আহতদেরকে গোপালগঞ্জ জেনারেল হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে। এ বিষয়ে আইনানুগ প্রক্রিয়া চলমান রয়েছে।

বিএনএনিউজ/ আরএস/ হাসনা


শিরোনাম বিএনএ
আনন্দ শোভাযাত্রার মোটিফে আগুন দেওয়া ব‍্যক্তি শনাক্ত পহেলা বৈশাখে চট্টগ্রামের ব‌ন্দিরাও পাবেন পান্তা ই‌লিশ বুকে ব্যথা নিয়ে চমেক হাসপাতালে নদভী গাজায় গণহত্যার প্রতিবাদে বোয়ালখালীতে হাওলা দরবারের সমাবেশ জিপিএইচ কারখানায় লিফট ছিঁড়ে ২ শ্রমিক নিহত চট্টগ্রাম বারের নির্বাচন নিয়ে বিতর্ক: এডহক কমিটির সদস্যের পদত্যাগ বাংলাদেশি পাসপোর্টে ‘একসেপ্ট ইসরায়েল’ শর্ত পুনর্বহাল শীর্ষ সন্ত্রাসী সাজ্জাদের ৭ দিনের রিমান্ড, আ‌রও আট মামলায় গ্রেফতার চৈত্র সংক্রান্তি: বাংলা বছরের বিদায়ী দিনে শিরীষতলায় বর্ষ বিদায়ের আয়োজন আনোয়ারায় বিদ্যুৎ বন্ধ করে নারী-পুরুষের ওপর হামলা, থানায় মামলা