26 C
আবহাওয়া
৫:৪২ অপরাহ্ণ - জানুয়ারি ১৪, ২০২৫
Bnanews24.com
Home » রাজধানীতে অজ্ঞান পার্টির খপ্পরে দুই ব্যক্তি

রাজধানীতে অজ্ঞান পার্টির খপ্পরে দুই ব্যক্তি

অজ্ঞান পার্টি

বিএনএ, ঢাকা : রাজধানীতে পৃথক ঘটনায় অজ্ঞান পার্টির খপ্পরে পড়ে দুই ব্যক্তি সর্বস্ব খুইয়েছেন। বৃহস্পতিবার(৪ নভেম্বর) দুপুরে অচেতন অবস্থায় তাদের উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে আসা হয়। তারা হলেন ফারুক মিয়া (৩৫) আজিজুল হক (৪০)।

পল্টন থানার উপ-পরিদর্শক (এসআই) এমদাদুল হক বলেন, স্হানীয় লোকজনের মাধ্যমে খবর পাই পল্টন মোড়ে ফুটপাতে একজন অচেতন অবস্থায় পড়ে আছেন। পরে আমরা তাকে উদ্ধার করে ঢাকা মেডিকেলে নিয়ে আসি। তার কাছে কোন টাকা-মোবাইল ফোন পাওয়া যায়নি।তাকে স্টোমাক ওয়াশ করা হয়েছে। এরপর চিকিৎসক তাকে মিটফোর্ড হাসপাতালে পাঠিয়ে  দেন।

অচেতন আজিজুলের চাচাতো ভাই আফজাল হোসেন বলেন, তিনি মোহাম্মদপুর থেকে বাসে উঠেন। খবর পেয়ে বঙ্গ মার্কেটের সামনে থেকে তাকে উদ্ধার করে ঢাকা মেডিকেলে নিয়ে আসি। তাের স্টোমাক ওয়াশ করে মিটফোর্ড হাসপাতালে পাঠানো হয়েছে।

তিনি আরও বলেন, আজিজুল কোন বাসে ছিলেন সেটা জানা যায়নি। তার কাছে ১ লাখ ৮০ হাজার টাকা ছিল। সেটা পাওয়া যায়নি।

বিষয়টি নিশ্চিত করে ঢামেক হাসপাতালের পুলিশ ক্যাম্পের ইনচার্জ পরিদর্শক মো. বাচ্চু মিয়া বলেন, পল্টন ও বঙ্গবাজার এলাকা থেকে থেকে অজ্ঞান পার্টির খপ্পরে পড়া দুজনকে ঢামেক হাসপাতালে নিয়ে আসা হয়েছিল। তাদের স্টোমাক ওয়াশ করে মিটফোর্ডে হাসপাতালে পাঠানো হয়।

বিএনএ/ আজিজুল, ওজি

Loading


শিরোনাম বিএনএ