বিএনএ, সাভার : সাভারের আশুলিয়ার নয়ারহাট এলাকায় কাভার্ড ভ্যান-মোটরসাইকেল মুখোমুখি সংঘর্ষে আশিক হোসেন (২৫) নামে এক মোটরসাইকেল আরোহী নিহত হয়েছেন।বুধবার (০৪ অক্টোবর) সন্ধ্যা সাতটার দিকে ঢাকা-আরিচা মহাসড়কের আশুলিয়ার নয়ারহাট এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
নিহত আশিক হোসেন ধামরাই উপজেলার সোমভাগ ইউনিয়নের গাওয়াইল গ্রামের আওলাদ হোসেনের ছেলে। তিনি গণবিশ্ববিদ্যালয় থেকে আইন বিভাগ থেকে অধ্যায়ন শেষ করেছেন। তার বাবা আওলাদ হোসেন সোমভাগ ইউনিয়নের ৯ নং ওয়ার্ডের সদস্য।
নিহতের চাচা আমির হোসেন বলেন, আশিক বিকেলে মোটরসাইকেল যোগে আশুলিয়ার নবীনগরে মোবাইল ঠিক করতে যায়। ফেরার পথে ট্রাকের চাপায় মারা যায়। আজ তার বিয়ের দিন ধার্য হওয়ার কথা ছিলো। কিন্তু সে মারা গেলো। একমাত্র ছেলে ছিলো মেম্বারের।
সাভার হাইওয়ে থানার উপ-পরিদর্শক (এসআই) মোয়াজ্জেম হোসেন বলেন, সন্ধ্যায় ঢাকা-আরিচা মহাসড়কের নয়ারহাট ব্রিজ এলাকায় ঢাকাগামী একটি পাথর বেঝাই ট্রাকের চাপা পরে মোটরসাইকেল আরোহী মাটিতে পড়ে যায়। পরে ঘটনা স্থলেই নিহত হন তিনি। এঘটনায় ট্রাকটি জব্দ করা হলেও চালক পালিয়ে যায়।
বিএনএনিউজ/এইচ.এম।