18 C
আবহাওয়া
২:৩৪ অপরাহ্ণ - জানুয়ারি ২৪, ২০২৫
Bnanews24.com
Home » কর্ণফুলী নদী থেকে যুবকের মরদেহ উদ্ধার

কর্ণফুলী নদী থেকে যুবকের মরদেহ উদ্ধার


বিএনএ, চট্টগ্রাম : কর্ণফুলী নদী থেকে এক যুবকের মরদেহ উদ্ধার করেছে নৌ পুলিশের সদস্যরা। তবে তার নাম ও পরিচয় জানা যায়নি।

মঙ্গলবার (৪ অক্টোবর) বিকেল সাড়ে চারটার দিকে কোতোয়ালী থানাধীন কর্ণফুলী নদীর ২ নম্বর মুরিং বয়ার সঙ্গে আটকে থাকা অবস্থায় মরদেহটি উদ্ধার করা হয়।

সদরঘাট নৌ পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি মোহাম্মদ একরাম গণমাধ্যমকে এ তথ্য নিশ্চিত করেন।

তিনি বলেন, নজরুল ইসলাম নামের এক ব্যক্তি ৯৯৯ এর মাধ্যমে নৌ পুলিশকে খবর দেয়। পরে পুলিশ সদস্যরা মরদেহটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য চমেক হাসপাতাল প্রেরণ করে। ফিঙ্গার প্রিন্ট সংগ্রহের জন্য পিবিআই ও সিআইডিকে বলা হয়েছে।মরদেহটি অর্ধগলিত । বয়স অনুমান ৩৫। জিন্সের প্যান্ট পরিহিত। চেক গেঞ্জি, হাফ হাতাকালো বেল্ট রয়েছে।
বিএনএ/ ওজি

Loading


শিরোনাম বিএনএ