26 C
আবহাওয়া
৪:৩২ পূর্বাহ্ণ - মে ৩, ২০২৪
Bnanews24.com
Home » বাউফলে ২ হাজার বস্তা ইউরিয়া সারসহ ট্রলারডুবি

বাউফলে ২ হাজার বস্তা ইউরিয়া সারসহ ট্রলারডুবি


বিএনএ, পটুয়াখালী : পটুয়াখালীর বাউফলে ২ হাজার বস্তা ইউরিয়া সারসহ একটি ট্রলারডুবির ঘটনা ঘটেছে। সোমবার (৪ সেপ্টম্বর) ভোরে উপজেলার কালাইয়া বাজার সংলগ্ন নদীতে এ ট্রলারডুবির ঘটনা ঘটে।

বাউফল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আরিচুল হক এ তথ্য নিশ্চিত করেছেন।

স্থানীয়রা জানান, ওই সার বাউফল পৌর এলাকা ও নাজিরপুর-তাঁতেরকাঠী ইউনিয়নের জন্য বরাদ্দ ছিল। কালাইয়া বাজারের চিত্ত মাস্টার স্টোর ও মিতালী এন্টারপ্রাইজ বরিশাল বাফার গুদাম থেকে ওই সার নিয়ে একটি ট্রলারে কালাইয়া আসে। রোববার রাতে সারবোঝাই ট্রলারটি কালাইয়া বাজার সংলগ্ন নদীতে নোঙ্গর করে রাখা হয়। সকালে সার স্থানীয় গুদামে নেওয়ার কথা ছিল। কিন্তু ভোরে ট্রলারটি একদিকে কাত হয়ে পড়ে সারসহ ডুবে যায়।

চিত্ত মাস্টার স্টোরের সত্ত্বাধিকারী যাদব দেবনাথ জানান, ট্রলারে তার ১ হাজার ১৪০ বস্তা এবং মিতালী এন্টারপ্রাইজের ৮০০ বস্তা ইউরিয়া সার ছিল। ট্রলারডুবিতে আমাদের প্রায় ২৫ লাখ টাকার ক্ষতি হয়েছে।

বিএনএনিউজ/এইচ.এম।

Loading


শিরোনাম বিএনএ