26 C
আবহাওয়া
৫:৫৪ পূর্বাহ্ণ - মে ৩, ২০২৪
Bnanews24.com
Home » শিবগঞ্জে শতাধিক মেহগনি গাছ কর্তনের অভিযোগ

শিবগঞ্জে শতাধিক মেহগনি গাছ কর্তনের অভিযোগ

শিবগঞ্জে শতাধিক মেহগনি গাছ কর্তনের অভিযোগ

বিএনএ, চাঁপাইনবাবগঞ্জ: চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জে কৃষকের এক বিঘা জমির প্রায় শতাধিক মেহগনি গাছ কেটেছে দুর্বৃত্তরা। রোববার (৪ সেপ্টেম্বর) রাতে উপজেলার শ্যামপুর ইউনিয়নের হাজাবিঘী গ্রামে এ ঘটনা ঘটে।

ক্ষতিগ্রস্থ কৃষক হলেন শ্যামপুর ইউনিয়নের শরৎনগর মিয়াপাড়া গ্রামের মৃত আবদুর রশিদের ছেলে মেহেদী হাসান।

তিনি জানান, গত ৫ বছর আগে নিজের এক বিঘা জমিতে প্রায় শতাধিক মেহগনির গাছের চারা লাগিয়েছিলেন। কিন্তু গেল রাতে কে বা কারা শত্রুতা করে গাছগুলো কেটে প্রায় ১০ লাখ টাকার ক্ষতি করেছে। দ্রুত তদন্ত করে দোষীদের বিরুদ্ধে ব্যবস্থা নেয়ার অনুরোধ জানান তিনি।

তবে স্থানীয়রা বলছেন- গাছগুলো রাতের অন্ধকারে কাটা হয়েছে। যদিও মানুষের সঙ্গে শত্রুতা থাকতে পারে, তবে গাছের সাথে শত্রুতা করা মোটেই উচিত হয়নি। এর সুষ্ঠু বিচার দাবি করেন স্থানীয়রা।

আরও পড়ুন: দ্বাদশ সংসদ নির্বাচনের হালচাল: সংসদীয় আসন-১৯৯ (নরসিংদী-১)

এ বিষয়ে শিবগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) চৌধুরী জোবায়ের আহাম্মদ জানান, শত্রুতা বশত: এমন ঘটনা ঘটিয়েছে। এতে ওই কৃষক ক্ষতিগ্রস্থ হয়েছে।

তিনি আরও জানান, এখন পর্যন্ত কোন লিখিত অভিযোগ হাতে পাননি। অভিযোগ পেলে ঘটনাটি খতিয়ে দেখে দোষীদের বিরুদ্ধে আইনী ব্যবস্থা নেয়া হবে।

বিএনএনিউজ/মমিনুল ইসলাম বাবু,বিএম

Loading


শিরোনাম বিএনএ