বিএনএ, বিশ্বডেস্ক : আফগানিস্তানের পাঞ্জশির নিয়ন্ত্রণে নেয়ার দাবি করেছে তালেবান। তালেবানের এক কমান্ডার বার্তা সংস্থা রয়টার্সকে বলেন, ‘গোটা আফগানিস্তান এখন আমাদের নিয়ন্ত্রণে। এনআরএফের যোদ্ধারা পরাজিত হয়েছে। পাঞ্জশির এখন আমাদের নিয়ন্ত্রণে।
বিবিসির এক প্রতিবেদনে বলা হয়, রাজধানী কাবুলের উত্তরে হিন্দুকুশ পর্বতমালায় অবস্থিত পানশিরে শুক্রবার রাতে তুমুল গোলাগুলির শব্দ শোনা গেছে।তালেবানের তিনটি সূত্র থেকে পাঞ্জশির উপত্যকা দখলের দাবি করা হয়েছে। তবে তাদের এ দাবির বিষয়ে এখনও নিশ্চিত হওয়া যায় নি।
তালেবান ও আফগানিস্তানের আজকের খবর(৪সেেপ্টম্বর)
পাঞ্জশির উপত্যকা দখলে নিতে তালেবান ও এনআরএফের যোদ্ধাদের মধ্যে তীব্র লড়াই চলছিল। গত ১৫ আগস্ট তালেবান কাবুল নিয়ন্ত্রণে নেওয়ার পর ৫০ মাইল উত্তরের এই পার্বত্য এলাকায় এনআরএফ গড়ে তোলা হয়। স্থানীয় নেতা আহমেদ মাসুদের নেতৃত্বাধীন মিলিশিয়াদের সঙ্গে আফগান সামরিক বাহিনীর কমান্ডারদের একাংশ মিলে এই ফ্রন্ট গঠন করা হয়েছে।
বিএনএ/ওজি,জিএন