বিএনএ ডেস্ক: শিক্ষার্থীদের সঙ্গে যোগাযোগ বাড়াতে ও তাদের কথা শুনতে বিশ্ববিদ্যালয়ের উপাচার্য ও শিক্ষকদের প্রতি আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। গণভবনে শনিবার (৩ আগস্ট) রাতে এক বৈঠকে এ আহ্বান জানান তিনি।
প্রধানমন্ত্রীর ডেপুটি প্রেস সেক্রেটারি এম. এম. ইমরুল কায়েস সাংবাদিকদের জানান, গণভবনে সন্ধ্যা সাড়ে ৭টা থেকে রাত ১০টা ২০ মিনিট পর্যন্ত চলে এই বৈঠক।
বৈঠক সূত্রে জানা গেছে, শিক্ষার্থীদের সব দাবি মেনে নেওয়ার পরও কেনো তারা আন্দোলন করছে তা জানতে তাদের সঙ্গে শিক্ষকদের কথা বলার পরামর্শ দেন প্রধানমন্ত্রী। শিক্ষকদের বক্তব্য শোনার পাশাপাশি বিভিন্ন বিষয়ে মত বিনিময় করেন প্রধানমন্ত্রী।
ইমরুল কায়েস বলেন, বৈঠকে কোটাবিরোধী আন্দোলনের ফলে সৃষ্ট সার্বিক পরিস্থিতি এবং তা থেকে উত্তরণের উপায় নিয়ে আলোচনা হয়। বৈঠকে অশুভ শক্তির কবল থেকে শিক্ষার্থীদের ফিরিয়ে আনতে শিক্ষকেরা অঙ্গীকার ব্যক্ত করেন।
বৈঠকে ২৪টি সরকারি ও বেসরকারি বিশ্ববিদ্যালয়ের উপাচার্য, শিক্ষক নেতা এবং ২৩টি কলেজের অধ্যক্ষ যোগ দেন।
বিএনএনিউজ২৪/ এমএইচ