Bnanews24.com
Home » নির্মাণাধীন ভবন থেকে পড়ে শ্রমিকের মৃত্যু
দুর্ঘটনা সব খবর

নির্মাণাধীন ভবন থেকে পড়ে শ্রমিকের মৃত্যু

মরদেহ

বিএনএ,ঢাকা : রাজধানীর কদমতলীর জুরাইনে একটি নির্মাণাধীন ভবন থেকে পড়ে আবুল কালাম (৪৫) নামে এক শ্রমিক মারা গেছেন। বৃহস্পতিবার (৪ আগস্ট) দুপুর সোয়া ১টার দিকে পূর্ব জুরাইনের হাজি খোরশেদ আলী রোডে এ ঘটনা ঘটে। গুরুতর অবস্থায় স্থানীয় দুই কিশোর ওই শ্রমিককে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক বেলা পৌনে ৩টার দিকে তাকে মৃত ঘোষণা করেন।

হাসপাতালে কিশোর হিমেল জানায়, পূর্ব জুরাইনের একটি নির্মাণাধীন ভবনে কাজ করছিলেন ওই ব্যক্তি।ভবনের পাঁচতলা থেকে পাশের একটি একতলা ভবনের ছাদে পড়ে যান তিনি। দেখতে পেয়ে তাকে সেখান থেকে নিচে নামিয়ে আনা হয়।পরে ওই ভবনের ও স্থানীয় কিছু লোক অটোরিকশায় করে আমাদের দুজনকে দিয়ে তাকে হাসপাতালে পাঠিয়ে দেন।

ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল পুলিশ ক্যাম্পের ইনচার্জ পরিদর্শক মো. বাচ্চু মিয়া শ্রমিকের মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে জানান, ময়নাতদন্তের জন্য মরদেহ হাসপাতাল মর্গে রাখা হয়েছে। ওই শ্রমিকের বিস্তারিত পরিচয় পাওয়া যায়নি।

বিএনএনিউজ২৪.কম/আজিজুল/এনএএম