24 C
আবহাওয়া
৬:২১ অপরাহ্ণ - জানুয়ারি ১৯, ২০২৫
Bnanews24.com
Home » এক ম্যাচ খেলেই সিরিজ জিতে নিল পাকিস্তান

এক ম্যাচ খেলেই সিরিজ জিতে নিল পাকিস্তান

এক ম্যাচ খেলেই সিরিজ জিতে নিল পাকিস্তান

বিএনএ ক্রীড়া ডেস্ক:ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে চার ম্যাচের তিনটিই বৃষ্টিতে ভেসে যাওয়ায় টি-টোয়ন্টি সিরিজ জিতে নিয়েছে পাকিস্তান। ২য় ম্যাচে ক্যারিবীয়দের ৭ রানে হারানোর পর শেষ ম্যাচও মাত্র চার ওভার পর বাতিল হয়ে যায়।

যেখানে সিরিজের ১ম টি-টোয়েন্টি ৯ ওভার পর্যন্ত খেলা হবার পর বৃষ্টির কারণে বাতিল হয়। এরপর ২য় ম্যাচে ৭ রানে জিতে এগিয়ে যায় পাকিস্তান। ৩য় ম্যাচও বৃষ্টির বাগড়ায় পড়লে সিরিজের সমতা ফেরাতে শেষ ম্যাচে উইন্ডিজদের সামনে জয়ের বিকল্প ছিল না। গেইল আর আন্দ্রে ফ্লেচার দারুণ শুরু করলেও শেষ পর্যন্ত ৩ ওভারের বেশি বল মাঠে গড়ায় নি। তাই ১-০’তে সিরিজ জিতল বাবর আজমের দল।

৪ টি-টোয়েন্টি আর দুটি টেস্ট খেলতে উইন্ডিজ সফরে রয়েছে পাকিস্তান।আগামি ১২ আগস্ট থেকে শুরু হবে দুই দলের মধ্যকার দুই ম্যাচের টেস্ট সিরিজ।

বিএনএনিউজ/আরকেসি

 

 

 

 

 

 

 

Loading


শিরোনাম বিএনএ