20 C
আবহাওয়া
১১:৪৫ অপরাহ্ণ - জানুয়ারি ১৯, ২০২৫
Bnanews24.com
Home » গাজীপুর সিটি মেয়র জায়েদার বিরুদ্ধে মামলা

গাজীপুর সিটি মেয়র জায়েদার বিরুদ্ধে মামলা


বিএনএ, গাজীপুর : গাজীপুর সিটি মেয়র জায়েদা খাতুনের নির্বাচন বাতিল চেয়ে মামলা করেছেন পরাজিত মেয়র প্রার্থী আতিকুল ইসলাম। মঙ্গলবার (৪ জুলাই) নির্বাচনী ট্রাইব্যুনালে তিনি মামলাটি করেছেন।

মামলায় নির্বাচিত মেয়র জায়েদা খাতুনের মনোনয়নপত্র অবৈধ ঘোষণা ও গত ২৫ মে অনুষ্ঠিত জায়েদার নির্বাচন বাতিলের আবেদন করা হয়েছে। জায়েদা খাতুনের হলফনামায় নানা অসঙ্গতির কথা তুলে ধরা হয়েছে মামলার বিবরণে।

মামলায় গাজীপুর সিটি কর্পোরেশনের নব নির্বাচিত মেয়র জায়েদা খাতুনকে ১ নম্বর বিবাদী এবং প্রধান নির্বাচন কমিশনার কাজী হাবিবুল আউয়াল, নির্বাচন কমিশনার মো. আলমগীর, বাংলাদেশ নির্বাচন কমিশনের সচিব মো. জাহাংগীর আলম, রিটার্নিং অফিসার ফরিদুল ইসলামকে মোকাবিলা বিবাদী করা হয়েছে। ট্রাইব্যুনাল মামলাটি গ্রহণ করে বিবাদীদের প্রতি সমনের আদেশ দিয়েছেন। আগামী ২ আগস্ট শুনানির দিন ধার্য করা হয়েছে বলে জানান মামলার বাদী আতিকুল ইসলাম।

বিএনএনিউজ/এইচ.এম/ এইচ এইচ।

Loading


শিরোনাম বিএনএ