26 C
আবহাওয়া
১১:৫৪ অপরাহ্ণ - এপ্রিল ২৯, ২০২৫
Bnanews24.com
Home » রাউজানে সাজ্জাদের ছয়শত কলাগাছে ঝুলছে কলার ছড়ি

রাউজানে সাজ্জাদের ছয়শত কলাগাছে ঝুলছে কলার ছড়ি

রাউজানে সাজ্জাদের ছয়শত কলাগাছে ঝুলছে কলার ছড়ি

।। শফিউল আলম ।।

বিএনএ, রাউজান (চট্টগ্রাম): চট্টগ্রামের রাউজানে সাগর কলা বাগান করে স্বাবলম্বী বীর মুক্তিযোদ্ধা ও ইউপি চেয়ারম্যান শফিকুল ইসলামের ছেলে কৃষক সাজ্জাদ হোসেন। কম খরচে ভালো ফলন ও লাভজনক হওয়ায় ডাবুয়া খালের চর রোয়াইঙ্গা বিল এলাকায় আড়াই একর জমিতে কলা চাষের বাগান গড়ে তিনি।

সরেজমিনে দেখা গেছে, আড়াই একর জমিতে রোপন করা প্রায় ছয়শত সাগর কলাগাছে ঝুলছে কলার ছড়া।

কৃষক সাজ্জাদ হোসেন জানান, দেড় লাখ টাকা খরচ করে আড়াই একর জমিতে ৬শ কলার চারা রোপণ করেছি। চারা রোপণের কয়েক মাস পর প্রতিটি কলা গাছে ফলন এসেছে। এখন সব গাছে ঝুলছে কলার ছড়ি। এ বাগান থেকে প্রায় ৩ লাখ টাকার কলার ছড়া বিক্রি করতে পারবো বলে আশা করছি। আমার এই সফলতা দেখেই কলা চাষে ঝুঁকছে অন্য কৃষকরাও।

জানা যায়, সাগর কলার চারা একবার রোপণ করলে পুনরায় তা আর রোপণ করতে হয় না। গাছের কলার ছড়া ও গাছ কেটে ফেলার পর ওই গাছের গোড়া থেকে নতুন চারা জন্মায়। বর্তমানে বড় সাগর কলার ছড়া ৪০০-৫০০ টাকা, মাঝারি কলার ছড়া ২৫০ থেকে ৩০০ টাকা বিক্রি হয়। পাইকারী ব্যবসায়ীরা বাগানে এসে কলার ছড়ি কিনে নিয়ে যায়।

রাউজান উপজেলার উপ সহকারী কৃষি কর্মকর্তা সনজিব কুমার সুশীল জানান, এই উপজেলায় ১১০ হেক্টর জমিতে কলা চাষ করেছেন কৃষকেরা। এর মধ্যে হলদিয়া- ডাবুয়া ইউনিয়নে ৩৫ হেক্টর জমিতে কলা চাষ হয়েছে। এছাড়া চিকদাইর, নোয়াজিষপুর, সর্তা খালের চর, হালদা নদীর চর ও রাউজান পৌর এলাকায় সাগর কলা চাষ হয়েছে বেশি।

স্বল্প খরচে কলা চাষ লাভজনক হওয়ায় চাষিরা কলা চাষ করেছে। এখন রাউজানের সাগর কলা রাউজানসহ চট্টগ্রাম নগরের বিভিন্ন জায়গা পাইকারী ব্যবসায়ীরা ট্রাক ভর্তি করে কিনে নিয়ে যাচ্ছেন। কলা চাষে কৃষকদের বিভিন্ন প্রশিক্ষণ ও প্রয়োজনীয় পরামর্শ দেওয়া হচ্ছে বলেও জানান উপজেলা কৃষি অফিসের কর্মকর্তারা।

বিএনএনিউজ/বিএম/ এইচ এইচ 

Loading


শিরোনাম বিএনএ
বাংলাদেশ এখন আর আইএমএফ ও বিশ্বব্যাংকের ওপর নির্ভরশীল নয়: অর্থ উপদেষ্টা সরকার দীপ্ত টিভির কার্যক্রম বন্ধ করেনি : তথ্য ও সম্প্রচার উপদেষ্টা দেশে ফিরছেন খালেদা জিয়া: পররাষ্ট্র উপদেষ্টা পাকিস্তানে অস্ত্র পাঠানোর কথা অস্বীকার তুরস্কের মাওলানা রইসের রক্ত বৃথা যাবে না—বোয়ালখালীতে জনতার শপথ আদালত চত্বরে পুলিশ হেফাজত থেকে পালিয়ে গেলেন দুই আসামি এস আলমের স্টিল ও ব্যাগ কারখানা বিক্রি করবে ইসলামী ব্যাংক প্রবাসীদের ভোটাধিকার নিশ্চিতে কাজ চলছে: সিইসি চট্টগ্রামে পুকুর থেকে ভাসমান অজ্ঞাত মরদেহ উদ্ধার চট্টগ্রামে ব্যাটারিরিকশা চালকদের সমাবেশে পুলিশের বাধা, গ্রেপ্তার ৩