16 C
আবহাওয়া
১১:২৯ পূর্বাহ্ণ - ডিসেম্বর ২০, ২০২৪
Bnanews24.com
Home » নোয়াখালীতে ট্রাক-সিএনজি সংঘর্ষে নিহত ৩

নোয়াখালীতে ট্রাক-সিএনজি সংঘর্ষে নিহত ৩

নোয়াখালীতে ট্রাক-সিএনজি সংঘর্ষে নিহত ৩

বিএনএ, নোয়াখালী : নোয়াখালীর বেগমগঞ্জে ট্রাক ও সিএনজিচালিত অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে ৩ জন নিহত হয়েছেন। শনিবার(৪ মে ২০২৪) ভোর সাড়ে ৫টার দিকে উপজেলার চন্দ্রগঞ্জ পূর্ব বাজার এলাকার লক্ষ্মীপুর টু নোয়াখালী সড়কে এ দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন- লক্ষীপুর জেলার চন্দ্রগঞ্জ থানার লতিফপুর গ্রামের মো. রহমত উল্যাহ ভূঁইয়া (৬৫), সেনাসদস্য ফজলুল করিম (৫০) ও লক্ষ্মীপুরের আমানিয়া গ্রামের মো. আলাউদ্দিন (৪৫)।

চন্দ্রগঞ্জ হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রুহুল আমিন ঘটনার সত্যতা নিশ্চিত করেন। তিনি বলেন, ভোর সাড়ে ৫টার দিকে একটি যাত্রীবাহী সিএনজি লক্ষ্মীপুর থেকে বেগমগঞ্জের দিকে যাচ্ছিল। ওই সময় বেগমগঞ্জের চন্দ্রগঞ্জ পূর্ব এলাকায় পৌঁছালে রডবোঝাই ট্রাক ও যাত্রীবাহী সিএনজিচালিত অটোরিকশার মুখোমুখি সংঘর্ষ হয়।

এ সময় সড়ক থেকে ১৫ ফুট নিচে রডবোঝাই ট্রাক ও সিএনজি অটোরিকশা খালে পড়ে যায়। এতে সিএনজিচালকসহ ৩ জন নিহত হন।

ওসি রুহুল আমিন আরও বলেন, উদ্ধার কার্যক্রম চলছে। এখন পর্যন্ত তিনজনের মরদেহ উদ্ধার করা হয়েছে।

বিএনএ /এমএফ, এসজিএন/এইচমুন্নী 

Loading


শিরোনাম বিএনএ