26 C
আবহাওয়া
৭:২৭ অপরাহ্ণ - ডিসেম্বর ২৮, ২০২৪
Bnanews24.com
Home » মিরসরাইয়ে আগুনে পুড়ল ৩০ দোকান

মিরসরাইয়ে আগুনে পুড়ল ৩০ দোকান

মিরসরাইয়ে আগুনে পুড়ল ৩০ দোকান

বিএনএ, মিরসরাই: মিরসরাইয়ে জোরারগঞ্জ বাজারে এক ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। অগ্নিকাণ্ডে বাজারের ৩০টি দোকান পুড়ে গেছে। ক্ষয়ক্ষতি হয়েছে প্রায় ৩ কোটি টাকার উপরে।

বুধবার (৩ মে) দিবাগত রাত ১১টার দিকে বাজারের ইদ্রিছ বলী মার্কেটে অগ্নিকাণ্ডের সূত্রপাত হয়।

জানা যায়, আগুনের ভয়াবহতা মুহুর্তেই ছড়িয়ে পড়ে প্রায় ৩০টি ব্যবসায় প্রতিষ্ঠান পুড়ে ছাই হয়ে যায়। পুড়ে যাওয়া দোকানগুলোর মধ্যে রয়েছে মহিউদ্দিনের চায়ের দোকান, তাহের মিয়ার ধান মাড়াইয়ের দোকান, চন্ডিনাথের টেইলার্স দোকান, নুরুল আলমের চায়ের দোকান, সাব্বিরের থাই এল্যুমিনিয়াম, শ্যামল দেওয়ানজীর অফিস, বিকাশের ফার্মেসি, আব্দুল গফুরের চায়ের দোকান, গিয়াস উদ্দিনের পান দোকান।

এছাড়াও নাজিম উদ্দিনের সাইকেল গ্যারেজ, আবুল কালামের গ্যালভনাইজিংয়ের দোকান, কালু মিয়ার ওয়ার্কশফ, টিভি ম্যাকানিক রাজুর দোকান, মঞ্জুর কম্পিউটার দোকান, দেবাশিষ নাথের ডিমের আড়ৎ, জামশেদের ফার্ণিচার, সরোয়ারের ফার্ণিচার, সরোয়ারের অটোরিকশা গ্যারেজ, বিমল বাবুর কাঠের দোকান, হাসানের কাঠ নক্সার দোকান, জিয়া উদ্দিন বাবুলের ফার্ণিচার দোকান ২ টি, রবিন টিম্বার, নুর হোসেনের ফার্ণিচার, আবুল কাশেমের কাঠের দোকান ও বাবুর ফার্ণিচার।

দোকানিরা জানায়, তাদের প্রায় ৩ কোটি টাকার মালামাল পুড়ে গেছে।

মিরসরাই ফায়ার সার্ভিসের স্টেশন ইনচার্জ ইমাম হোসেন পাটোয়ারী জানান, অগ্নিকাণ্ডের খবর পেয়ে ফায়ার সার্ভিসের ৩টি অগ্নিনির্বাপনি ইউনিট ও‌ স্থানীয়দের প্রচেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আসার আগেই ৩০টি দোকান পুড়ে গেছে। তবে ক্ষয়ক্ষতির পরিমাণ তদন্তনাধীন রয়েছে।

জোরারগঞ্জ ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান রেজাউল করিম জানান, অগ্নিকাণ্ডে প্রায় ৩০টি দোকান পুড়ে গেছে। ক্ষতিগ্রস্থ দোকান মালিকরা নিঃস্ব হয়ে গেছে।

বিএনএনিউজ/আশরাফ উদ্দিন,বিএম

Loading


শিরোনাম বিএনএ