30 C
আবহাওয়া
৫:৩৮ পূর্বাহ্ণ - মে ২, ২০২৪
Bnanews24.com
Home » রোহিঙ্গাদের সম্মানজনকভাবে নিজ দেশে ফেরার ক্ষেত্রে নিউজিল্যান্ডের প্রতি আহ্বান

রোহিঙ্গাদের সম্মানজনকভাবে নিজ দেশে ফেরার ক্ষেত্রে নিউজিল্যান্ডের প্রতি আহ্বান

রোহিঙ্গাদের সম্মানজনকভাবে নিজ দেশে ফেরার ক্ষেত্রে নিউজিল্যান্ডের প্রতি আহ্বান

বিএনএ, ঢাকা: বাংলাদেশে বিরাজমান রোহিঙ্গা সমস্যা সমাধানে আন্তর্জাতিক ফোরামে সক্রিয় ভূমিকা রাখতে নিউজিল্যান্ডের প্রতি আহ্বান জানিয়েছেন রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন। বুধবার (৩ এপ্রিল) বাংলাদেশে নিযুক্ত নিউজিল্যান্ডের হাইকমিশনার ডেভিড পাইন বঙ্গভবনে রাষ্ট্রপতির সঙ্গে বিদায়ী সাক্ষাৎ করতে গেলে তিনি এ আহ্বান জানান।

রাষ্ট্রপতি বলেন, মিয়ানমার থেকে জোরপূর্বক বাস্তুচ্যুত এগারো লাখেরও বেশি রোহিঙ্গাকে মানবিক কারণে বাংলাদেশ আশ্রয় দিয়েছে। কিন্তু বর্তমানে দেশের জন্য এটি একটি বড় সমস্যা। যতই দিন অতিবাহিত হচ্ছে দেশের সরকার ও জনগণের ওপর চাপ বাড়ছে। রোহিঙ্গাদের সম্মানজনকভাবে নিজ দেশে ফেরার ক্ষেত্রে নিউজিল্যান্ড আন্তর্জাতিক ফোরামে সক্রিয় ভূমিকা পালন করবে।

সাক্ষাৎকালে রাষ্ট্রপতি সফলভাবে দায়িত্ব পালনের জন্য বিদায়ী হাইকমিশনারকে ধন্যবাদ জানান।

বিএনএনিউজ/ রেহানা/ বিএম

Loading


শিরোনাম বিএনএ