21 C
আবহাওয়া
৮:১৯ অপরাহ্ণ - ডিসেম্বর ১৮, ২০২৪
Bnanews24.com
Home » মালদ্বীপের কারাগারে বস্ত্র বিতরণ করলেন বাংলাদেশ হাইকমিশন

মালদ্বীপের কারাগারে বস্ত্র বিতরণ করলেন বাংলাদেশ হাইকমিশন

মালদ্বীপের কারাগারে বস্ত্র বিতরণ করলেন বাংলাদেশ হাইকমিশন

বিএনএ,ডেস্ক: মালদ্বীপের একটি কারাগারে প্রবাসী বাংলাদেশিদের বস্ত্র বিতরণ করেছেন বাংলাদেশ হাইকমিশন। সোমবার (৪ মার্চ) হাইকমিশনের পক্ষ থেকে কাউন্সেলর (শ্রম) মো. সোহেল পারভেজ এসব হস্তান্তর করেন।

হাইকমিশন সূত্রে জানা যায়,কিছুদিন আগে হাইকমিশনের একটি প্রতিনিধিদল মালদ্বীপের মাফুসী কারাগার পরিদর্শন করেন। পরিদর্শনকালে প্রবাসী বাংলাদেশি বন্দিরা বস্ত্র দেওয়ার জন্য অনুরোধ জানান। এ সময় মিশনের কল্যাণ সহকারী আল মামুন পাঠান উপস্থিত ছিলেন।

ওয়েজ আর্নার্স কল্যাণ বোর্ড, প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের সংশ্লিষ্ট তহবিল হতে বস্ত্র (লুঙ্গি, গামছা, গেঞ্জি, টুপি ইত্যাদি) দেওয়া হয়েছে।

বিএনএ নিউজ/ রেহানা/হাসনা

Loading


শিরোনাম বিএনএ