31 C
আবহাওয়া
১২:৩৯ অপরাহ্ণ - মে ২০, ২০২৪
Bnanews24.com
Home » সাজেকে চাঁদের গাড়ি খাদে পড়ে পর্যটকের মৃত্যু, আহত ৭

সাজেকে চাঁদের গাড়ি খাদে পড়ে পর্যটকের মৃত্যু, আহত ৭


বিএনএ, রাঙামাটি : রাঙামাটির মেঘের রাজ্য সাজেকে পর্যটকবাহী চাঁদের গাড়ি (জিপ) খাদে পড়ে বিশাল (৩৫) নামে এক পর্যটকের মৃত্যু হয়েছে। শুক্রবার (৩ মার্চ) খাসরাং রিসোর্টের পাশে এ দুর্ঘটনা ঘটে বলে জানা গেছে। এতে আরও সাত পর্যটক আহত হয়েছেন বলে জানিয়েছেন স্থানীয়রা।

ঘটনার সত্যতা নিশ্চিত করে সাজেক থানার ওসি নুরুল আলম বলেন, বিকেলে সাজেকের কংলাক পাহাড় থেকে আসার পথে পর্যটকবাহী চাঁদের গাড়িটি নিয়ন্ত্রণ হারিয়ে খাদে পড়ে যান। ঘটনাস্থলে
ফারদিন হাসান বিশাল (৩৫) নামে এক পর্যটকের মৃত্যু হয়। পরে সেনাবাহিনী ও পুলিশের সহায়তায় আহতদের দীঘিনালা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে পাঠানো হয়।

এবিষয়ে বাঘাইছড়ি উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) রুমানা আক্তার জানান, কংলাক পাহাড় থেকে আসার পথে খাসরাং রিসোর্টের পাশে চাঁদের গাড়িটি নিয়ন্ত্রণ হারিয়ে খাদে পড়ে যায়। ঘটনাস্থলে বিশালের মৃত্যু হয়। এসময় আহত অবস্থায় সাত পর্যটককে দীঘিনালা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে পাঠানো হলে এরমধ্যে দু’জনের অবস্থা আশংকাজনক হলে তাদের উন্নত চিকিৎসার জন্য খাগড়াছড়ি সদর হাসপাতালে রেফার করা হয়।

বিএনএনিউজ/কাইমুল ইসলাম ছোটন/এইচ.এম।

Loading


শিরোনাম বিএনএ