26 C
আবহাওয়া
২:৪৪ পূর্বাহ্ণ - এপ্রিল ১৭, ২০২৪
Bnanews24.com
Home » বিভীষিকা দেখছে ব্রাজিল

বিভীষিকা দেখছে ব্রাজিল


বিএনএ ডেস্ক:টানা দ্বিতীয় দিন করোনায় সর্বোচ্চ মৃত্যু দেখলো ব্রাজিল। বুধবার দেশটিতে ২৪ ঘণ্টায় এক হাজার ৯১০ জনের মৃত্যু রেকর্ড করা হয়েছে।

যুক্তরাষ্ট্রের পর বিশ্বে করোনায় সর্বোচ্চ মৃত্যু হয়েছে ব্রাজিলে। মহামারি শুরুর পর দেশটিতে দুই লাখ ৫৭ হাজারের বেশি মানুষ কোভিড-১৯ এ মারা গেছেন। ভাইরাসে আক্রান্ত হয়েছেন এক কোটি ৬০ লাখ মানুষ।

বুধবার স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে, ২৪ ঘণ্টায় দেশে ৭১ হাজার ৭০৪ জন আক্রান্ত হয়েছে।

জনস্বাস্থ্য ইনিস্টিটিউট ফিওক্রাজ বলেছে, ‘মহামারি শুরুর পর আমরা সারাদেশে বিপর্যয় দেখছি। পরিস্থিতি উদ্বেগজনক।’

করোনা পরিস্থিতি সামাল দেওয়া নিয়ে ব্রাজিলের প্রেসিডেন্ট জাইর বোলসোনারোর বিরুদ্ধে তীব্র সমালোচনা রয়েছে। করোনাভাইরাসের ভয়াবহতার ব্যাপারে বরাবরই তিনি সন্দেহ প্রকাশ করেছেন। এমনকি টিকা নিয়েও তিনি নেতিবাচক মন্তব্য করেছেন।

বোলসোনারোর সমালোচনা করে বুধবার সাও পালো গভর্নর জোয়াও ডোরিয়া বলেছেন, ‘প্রতিদিন এক হাজারের বেশি মানুষ ব্রাজিলে মারা যাচ্ছে। এটা প্রতিদিন পাঁচটি বিমান বিধ্বস্তের মতো ব্রাজিলের অনেক মানুষকে কবরে শোয়াতে হয়েছে কারণ যা করা উচিত ছিল সেই কাজটি আপনি করেননি।’

Loading


শিরোনাম বিএনএ