33 C
আবহাওয়া
৮:২৮ অপরাহ্ণ - মে ৪, ২০২৪
Bnanews24.com
Home » করোনা আপডেট: ২৪ ঘন্টায় বিশ্বে মৃত্যু ১১ হাজার ছাড়াল

করোনা আপডেট: ২৪ ঘন্টায় বিশ্বে মৃত্যু ১১ হাজার ছাড়াল


বিএনএ বিশ্বডেস্ক : করোনায় গত ২৪ ঘন্টায় বিশ্বে আরও  ১১ হাজার ২৮৬ জন মারা গেছে। এ ছাড়া্  নতুন করে সংক্রমিত হয়েছেন ৩০ লাখ ৫৬ হাজার ৮৯৩ জন। শুক্রবার (৪ ফেব্রুয়ারি) সকালে  ওয়েবসাইট ওয়ার্ল্ডোমেটার সূত্রে এ তথ্য জানা গেছে।

গত ২৪ ঘণ্টায় বিশ্বে সবচেয়ে বেশি সংক্রমণ ঘটেছে ব্রাজিলে। এ তালিকায় দ্বিতীয় অবস্থানে ফ্রান্সে ও তৃতীয় অবস্থানে রয়েছে যুক্তরাষ্ট্র। তবে এসময়ে প্রাণহানিতে যথারীতি শীর্ষে রয়েছে যুক্তরাষ্ট্র। প্রাণহানির তালিকায় যুক্তরাষ্ট্রের পরেই রয়েছে ভারত, ব্রাজিল, রাশিয়া, যুক্তরাজ্য, ইতালি, আর্জেন্টিনা, মেক্সিকো, ভিয়েতনাম ও কলম্বিয়ার মতো দেশগুলো।

আক্রান্তের তালিকায় তৃতীয় এবং প্রাণহানিতে দ্বিতীয় অবস্থানে থাকা লাতিন আমেরিকার দেশ ব্রাজিলে গত ২৪ ঘণ্টায় নতুন করে আক্রান্ত হয়েছেন ২ লাখ ৮৬ হাজার ৫০ জন এবং মারা গেছেন ৯২৩ জন। এ পর্যন্ত দেশটিতে মোট শনাক্ত ২ কোটি ৬০ লাখ ৯৯ হাজার ৭৩৫ জন এবং মারা গেছেন ৬ লাখ ৩০ হাজার ১ জন।

গত ২৪ ঘণ্টায় সংক্রমণে দ্বিতীয় অবস্থানে থাকা ফ্রান্সে নতুন করে আরও ২ লাখ ৭৪ হাজার ৩৫২ জন আক্রান্ত এবং মারা গেছেন ২৬৪ জন। এ পর্যন্ত দেশটিতে ২ কোটি ১ লাখ ৪৭ হাজার ৩৪১ জন আক্রান্ত এবং ১ লাখ ৩১ হাজার ৮৫২ জনের মৃত্যু হয়েছে।

দৈনিক প্রাণহানিতে শীর্ষে থাকা যুক্তরাষ্ট্রে ২৪ ঘণ্টায় নতুন করে আক্রান্ত হয়েছেন ২ লাখ ৫৫ হাজার ৯৯৪ জন এবং মারা গেছেন ২ হাজার ৩৭৬ জন। করোনায় সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত এ দেশটিতে এ পর্যন্ত ৭ কোটি ৭১ লাখ ৫০ হাজার ৪১২ জন আক্রান্ত এবং ৯ লাখ ২০ হাজার ৮২৯ জন মারা গেছেন।

রাশিয়ায় গত ২৪ ঘণ্টায় করোনায় আক্রান্ত হয়ে মারা গেছেন ৬৬৭ জন এবং নতুন করে সংক্রমিত হয়েছেন ১ লাখ ৫৫ হাজার ৭৬৮ জন। এ পর্যন্ত দেশটিতে মোট আক্রান্ত ১ কোটি ২২ লাখ ৮৪ হাজার ৫৬৪ জন এবং মারা গেছেন ৩ লাখ ৩৩ হাজার ৩৫৭ জন।

করোনায় আক্রান্তের তালিকায় দ্বিতীয় এবং প্রাণহানিতে তৃতীয় অবস্থানে থাকা প্রতিবেশী দেশ ভারতে গত ২৪ ঘণ্টায় ১ হাজার ১০০ জনের মৃত্যু ও নতুন করে সংক্রমিত হয়েছেন ১ লাখ ৪৭ হাজার ১৮৩ জন। এ নিয়ে দেশটিতে মোট আক্রান্ত ৪ কোটি ১৯ লাখ ৫০ হাজার ৫০১ জন এবং মারা গেছেন ৫ লাখ ৮৭ জন।

গত ২৪ ঘণ্টায় করোনায় আক্রান্ত হয়ে ভিয়েতনামে ২৮৬ জন, দক্ষিণ আফ্রিকায় ৮২ জন, পোল্যান্ডে ৩০৭ জন, কানাডায় ১৫৪ জন, আর্জেন্টিনায় ৩১৮ জন, গ্রিসে ১১২ জন, হাঙ্গেরিতে ৮৮ জন, পেরুতে ১৮৬ জন এবং মেক্সিকোতে ৫৭৩ জনের প্রাণহানি হয়েছে।

বিএনএ/ওজি

Loading


শিরোনাম বিএনএ