17 C
আবহাওয়া
২:১৭ পূর্বাহ্ণ - ডিসেম্বর ২৪, ২০২৪
Bnanews24.com
Home » ফটিকছড়িতে যুবকের ঝুলন্ত মরদেহ উদ্ধার

ফটিকছড়িতে যুবকের ঝুলন্ত মরদেহ উদ্ধার

ফটিকছড়িতে যুবকের ঝুলন্ত মরদেহ উদ্ধার

বিএনএ, চট্টগ্রাম: চট্টগ্রামের ফটিকছড়িতে মোহাম্মদ জোবায়ের হোসেন জুয়েল (৩০) নামে গলায় ফাঁস লাগানো অবস্থায় এক ব্যবসায়ীর ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। বৃহস্পতিবার (৪ জানুয়ারি) ফটিকছড়ি পৌরসভার ৭নং ওয়ার্ডস্থ ধুরুং গ্রামের জহির উদ্দিন মিয়াজী বাড়িতে এ ঘটনা ঘটে।

জুয়েল ওই এলাকার মৃত এস এম হাবিবুর রহমানের ছেলে।

জানা যায়, সকালে নিজ ঘরে গলায় ফাঁস লাগানো অবস্থায় পরিবারের সদস্যা দেখতে পেয়ে পুলিশকে খবর দেয়। খবর পেয়ে ফটিকছড়ি থানা পুলিশ মরদেহ উদ্ধার করে মর্গে প্রেরণ করে।

ফটিকছড়ি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মীর মোহাম্মদ নুরুল হুদা বলেন, খবর পেয়ে আমরা মরদেহ উদ্ধার করে মর্গে প্রেরণ করি। তদন্ত সাপেক্ষে বিস্তারিত বলা যাবে।

প্রসঙ্গত, গত ৩ অক্টোবর বিয়ের চারদিনের মাথায় বিবিরহাট বাজারের ব্যবসায়ী মোহাম্মদ জোবায়ের হোসেন জুয়েল নিখোঁজ হয়েছিলেন। ওইদিন সন্ধ্যায় বাড়ি থেকে বিবিরহাট বাজারে আসার পথে তিনি নিখোঁজ হন। একদিন পর চট্টগ্রাম-খাগড়াছড়ি সড়কের বারৈয়ারহাট এলাকা থেকে আহত অবস্থায় তাকে পাওয়া যায়।

বিএনএনিউজ/ বিএম

Loading


শিরোনাম বিএনএ